শঠতার ফেনা

কান্ত রায় ৪ এপ্রিল ২০২১, রবিবার, ০১:১৬:১৫অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

প্রণয়িনীর বিষমিশ্রিত দংশনে—
ফিনকি দিয়ে আমার মুখ থেকে, বের হতে থাকে- শঠতার ফেনা;
ডাকিনিবিদ্যার ব্যাভিচারে—
ভেদ মারায় যে অঙ্গনার ক্রোড় রিক্ত হলো—
অহমে তিনি আমার খুব চেনা!
ঘরের দক্ষিণ দেওয়ালে,
টানিয়েছি যে ঊর্বশীর দূর্নীতিগ্রস্থ পাহাড়ে’র বিরল ছবি!
সে পাহাড় বেয়ে নেমে আসে— মরণোন্মুখ পাঁচালী।

বাস্তুবিজ্ঞান বোলে—
এতে নাকি রাজস্বে বাড়ে- বিলুপ্তপ্রায় যতো আছে বিশ্বাস; আর বাড়ে পচনশীল আয়ু।
বেঁচে থাকতে যারা- ভালোবাসেননি,
মৃত্যুর পশ্চাতে আমার ছবিতে— জড়ানো বকুল ফুলের মালার সম্পূর্ণ বকেয়া—
নীরবে পরিশোধ কোরে দিতে পারেন!
ভিনেগার কিংবা সিরকা যেভাবে—
জলপাইয়ের আচারকে;পচে যাওয়ার হাত থেকে রক্ষা কোরে জিইয়ে রাখে!
তেমনি—’বংশোদ্ভূত সম্পর্ককেও শাসিয়ে রাখা যায় নিবন্ধিত মনোয়নকৃত মোহ ঢেলে’
এ মোহ য্যানো-গলায় পা দিয়ে, পিষে—শ্বাসরোধের আড়ম্বর!

হাতের কাছে একটা কাটারি থাকলে—
আমারও ইচ্ছে কোরে,এসব বিচ্ছেদের মাথা-ঘাড়ে কোপ মেরে—ফালাফালা কোরে দেই।
প্রেমবারুদের গন্ধে উড়তে না পারা পাখিরা—
আমার মতোন বিরহে কাঁদে না,বরঙ সুখটান দেয় জেব্রাক্রসিংয়ে!

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ