লেখা চুরি

মোকসেদুল ইসলাম ১১ জুন ২০১৪, বুধবার, ০২:২৩:৪৮অপরাহ্ন বিবিধ ৬ মন্তব্য

অবাক করা ব্যাপারই বটে। দেশের অনলাইন গণমাধ্যমগুলোকে (যারা আমার লেখা চুরি করে প্রকাশ করেছে) তাদের প্রশংসা না করে আর পারলাম না। গত ২৩ মার্চ ‍২০১৪ তারিখে আমার একটি লেখা প্রকাশিত হয় http://www.priyo.com নামের একটি ওয়েবে। লেখাটির শিরোনাম “ভারতীয় হিন্দী সিরিয়াল, ধ্বংসের পথে বাংলার সমাজ-সংস্কৃতি”
লিঙ্ক হল- http://www.priyo.com/blog/2014/03/23/60250.html.
আজকে নেটে সার্চ দিয়ে দেখি বেশ কিছু অনলাইন পত্রিকা আমার লেখাটি হুবহু তাদের ওয়েবে প্রকাশ করেছে। এর মধ্যে দু-একটি পত্রিকা দয়ার বশবর্তী হয়ে আমার নামটি ছেপেছে। কিন্তু তারা একবারও আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেনি।

বাঁকী গুলো তাদের নাম দিয়েই প্রকাশ করেছে। লেখাটি যেন তাদের বাপ-দাদার সম্পতি। এগুলো মধ্যে এগিয়ে আছে http://www.bostonbanglanews.com/ নামের অনলাইন পত্রিকাটি। সম্ভবত পত্রিকাটির ‘আয়েশা আকতার রুবী’ জনৈকা সাংবাদিক বেশ সুন্দর করে আমার লেখাটিকে নিজের বলে চালিয়ে দিলেন। অথচ একটা লেখাকে জন্ম দিতে গেলে যে কত কষ্ট করতে হয়ে তিনি মেয়ে হয়েও সেটা দিব্যি ভুলে গেলেন। হায়রে আমার সাংবাদিকরে।

আমার লেখা চুরি করে প্রকাশ করা এসব অনলাইন পত্রিকার শ্লোগান শুনলে মনে হয় তাদের মতো সত্যবাদী পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। আমার ব্লগার বন্ধুদের সুবিধার্থে লেখা চুরি করে প্রকাশ করা এসব অনলাইন পত্রিকার লিঙ্ক দিয়ে দিচ্ছি যাতে করে মাত্র এক ক্লিকেই ঘুরে আসতে পারেন লেখা থেকে
১। http://www.bostonbanglanews.com/index.php?option=com_content&view=article&id=31051:2014-03-24-07-04-50&catid=42:2010-10-11-16-52-25&Itemid=136#addcomments

 

২। http://www.muktobani.com/index.php?action=details_news&news_id=NRpl2eYQD3

 

৩। http://www.deshebideshe.com/news/details/29014

 

৪। http://netrakona-r-alo.com/?p=46076

 

৫। http://primesangbad24.com/2013-10-19-09-53-23/item/12169-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%80%E0%A7%9F%20%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%80%20%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B2,%20%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%82%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%AA%E0%A6%A5%E0%A7%87%20%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF

 

৬। http://bangla.jnewsbd.com/?p=details&csl=106272

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ