লং ড্রাইভ — দারুন এক অ্যাভেঞ্জার

আলমগীর হোসাইন ৩১ ডিসেম্বর ২০১৪, বুধবার, ০৬:৫২:২২পূর্বাহ্ন বিবিধ ৮ মন্তব্য

স্ন্যাক পথে লং ড্রাইভ ---
দারুন এক অ্যাভেঞ্জার----

 

 

স্ন্যাক পথ যার বাংলা অর্থ সাপের মত সরু রাস্তা |
পাহাড়ের গা গেসে যাওয়া খুবই বিপদ জনক সাপের মত সরু রাস্তা দিয়ে দীর্ঘ লম্বা পথ দিয়ে আজ বের হয়েছিলাম লং ড্রাইভে |

মজার ব্যাপার ছিল, যাবার আগে ৩-৪ জনকে বলে ছিলাম - স্ন্যাক পথ দিয়ে ম্যানচেস্টার থে...কে শেফিল্ড যাব ? তারা সবাই বলছিলেন, আগে যদি না গিয়ে থাকেন তবে তবে ঐ পথ দিয়ে না যাওয়াই উত্তম !! দীর্ঘ এই রাস্তা গুলো খুবই সরু এবং বিপদ জনক - এমনকি প্রায় প্রতি বছর নাকি এখানে এক্সিডেন্টও হয় ; মানে একে বারে না ফেরার দুনিয়ায় চলে যায় অনেকেই | আমি ব্যাচারা প্রথম বারারে মত শুরু করলাম যাত্রা - খুব ঝড় বৃষ্টি গভীর রাত - সিডি প্লেয়ারে চলছে মজার মজার গান সাথে ছিলেন মতিন ভাইয়ের মত সাহসী এক বন্ধু | একটু ভয় লাগছিল খুব কুয়াশায় সামনের কোন কিছুই দেখা যাচ্ছিল না !! দারুন দারুন গানে আর মতিন ভাইয়ের নানা বিধ গল্পে আরও বেশি প্রাণবন্ত ও উদ্যম বোধ করছিলাম ব্যতীক্রমি এই লং ড্রাইভ | অবশেষে পৌঁছিলাম ম্যানচেস্টার থেকে শেফিল্ডে |

কিছু ক্ষণ এক নিকট আত্বীয় এর সাথে দেখা করে আমরা চলাম চেষ্টরফিল্ডের এ সেখানে দেখা হল মুকিত মামুর সাথে | মামুর অতিথি আয়নে আমরা মুগ্ধ | দেশীয় অনেক রকমারি খাবারের আয়োজন ছিল মামুর বাসায় |

ঘুরা- ঘুরি পুরানো অভ্যাস | মাঝে মাঝে বিনোদনের খোরাক লং ড্রাইভ |লং ড্রাইভে কম-বেশী সবারই আগ্রহ রয়েছে।ব্যস্ত কোলাহলময় জীবনের চাপে যেখানে প্রাণতিষ্ঠানো দায় সেখানে লং ড্রাইভ ভালো লাগবারই কথা। তাজা বাতাসেরও যে একটা আলাদা আবেদন রয়েছে তার মূল্যায়ন লং ড্রাইভ
করতে পারে বই কি !!

অবশেষে:সারা রাত ঘুরা ঘুরি শেষে সকাল ৫ টায় ফিরলাম নিজ বাসায় !! ছেঁড়া-ছেঁড়া ঘুম নয়,এখন একটা তরতাজা ঘুম দিব !!

আলমগীর হোসাইন
মানচেস্টার , ইংল্যান্ড |

 

অপূর্ব এই ছবি গুলো দেখার জন্য লিং ক দিলাম--

https://www.facebook.com/alamgir.hussain.10/media_set?set=a.10204053996460407.1073741876.1539118083&type=3

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ