রূপবতী

মুহম্মদ মাসুদ ৭ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ০২:৫৪:০৭অপরাহ্ন গল্প ২০ মন্তব্য

বড় ভাই গোপনে বিয়ে করার কয়েকদিন পরে গ্রাম থেকে ছোট ভাই শহরে ঘুরতে এসেছে। আর বড় ভাইয়ের কাছে শুধু আবদার করছে এখানে যাবো সেখানে যাবো। আরও কতো কি!
ঠিক আছে। তোর যেখানে ইচ্ছে যাস। তবে তোকে শুধু ছোট্ট একটা কাজ করে দিতে হবে।
অতনুঃ শোন, আমি এখানে ঘুরতে এসেছি। তোর গোলামি করতে না।
অতলঃ আরে! রাগ করছিস কেন?
অতনুঃ দ্যাখ! এর আগেও তোর অনেক কাজ করে দিয়েছি। কিন্তু কোন লাভ হয়নি।
অতলঃ আজকে না হয় সেসব কথা থাক। তুই শুধু আম্মুকে আমাদের বিষয়টা একটু বুঝিয়ে বলবি।
অতনুঃ হুমম, বুঝতে পেড়েছি। এখন ৫০০ টাকা দে।
অতলঃ ৫০০ টাকা দিয়ে তুই কি করবি এখন।
অতনুঃ হোটেলের কাচ্চি বিরিয়ানির গন্ধ এখনো পিছুপিছু ঘুরঘুর করছে।
অতলঃ তোর খাওয়ার স্বভাবটা আর গেলো না।
কলিং বেল বেজে উঠলো। দরজা খুলতেই - কি রে! সারাদিন কোথায় থাকিস? খাওয়া নেই দাওয়া নেই। শুধু ঘোরাঘুরি।
অতনুঃ তো..! আমি কি করবো? আমি তো এজন্যই ঢাকায় এসেছি। তুই তো আছিস মজায়।
অতলঃ থাক আর বলতে হবে না। তোর ভাবি বললো সেই সকালে বেড়িয়েছিস।
অতনুঃ হুমম, ভাবি ঠিকই বলেছে। তা তুই কোথায় যাচ্ছিস?
অতলঃ এইতো একটু বাইরে। ঘন্টা খানেকের মধ্যে চলে আসবো।
অতনুঃ ও আচ্ছা। তোকে কিন্তু এই শার্টটাতে জোস্ লাগছে।
অতলঃ ঠিক আছে। যাওয়ার সময় নিয়ে যাস।
অতনুঃ তোকে একটা কথা বলি। রাগ করবি নাতো।
অতলঃ হুমম, বল। রাগ করার কি আছে?
অতনুঃ ভাবি কিন্তু আরও জোস্।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ