রুপকথা নয় চুপকথা

খাদিজাতুল কুবরা ৪ ফেব্রুয়ারি ২০২২, শুক্রবার, ১২:৫৩:৫৭অপরাহ্ন কবিতা ৫ মন্তব্য

 

দ্ব্যর্থহীন ভাবে বলা হয়না কি চাই আর কি চাই না,

চুপ কথার স্তুপ রোজ নিয়ম মেনে দেয় সন্তাপ!

কি আর করতে পারি, আমার হয়েছে 'শাঁখের করাত'।

ঐ নিশ্চুপ দাঁড়িয়ে দেখি, মহাকর্ষ বলের প্রভাব।

মনোযোগ আকর্ষণের উপরি স্তরটিও সংস্কারহীন,

কৃষ্ণ - গৌর দৌড় প্রাঙ্গণে এগিয়ে যায় প্রকৃতই দরশন।

লোকে বকুল মালা বইয়ের ভাজে শুকোতেই ভালোবাসে,

ফুলদানির শোভাবর্ধক হয়ে রজনীগন্ধা, টিউলিপরা আসে।

জল আর অশ্রু রুপমাধুর্যে এক হয়ে ও স্বভাবে ভীষণ  বিরুপ।

একটি আবেগে ভাসায় অপরটি বহুরুপে ফাঁসায় ; কখনোবা পরিশুদ্ধির শর্তে তৃষ্ণা মেটায়।

ফোরাত কূলে ডিহাইড্রেড হয়ে  মৃত্যুই কারো কারো শেষ আশ্রয় ।

একাকীত্ত্ব, অভুক্তী সমসত্ত্ব গোত্রীয় বলেই বোধহয়   বজায় রাখে সদ্ভাব।

যুগপৎ উপলব্ধির চাবুকে ক্ষত - বিক্ষত করে স্নায়ুর চাপ।

সিসিফাসের ন্যায় চড়াই উৎরাই পেরিয়ে গন্তব্য ছোঁয়ার আগেই  আবার গড়িয়ে পড়ি।

হয়তো এ হচ্ছে  আজন্ম পাপের প্রায়শ্চিত্ত  কিংবা এ-ই সে নিয়তি যার পদতলে পিষ্ট দুর্ভাগা পদবী।

যাদের ভাগ্য নিয়ত সুপ্রসন্ন তারা ও কি ভালো আছে?

স্মাইলিং ডিপ্রেশনে ভুগছে কত তাবড়-তাবড় নক্ষত্র,

আমি তো অতি সাধারণ, আমার আটপৌঢ়ে চৌকাঠে হাজারটা বারণ।

ও সব জ্ঞানী গুণীদের মানায় , আমার মতো ছা - পোষাদের নয়।

আমাদের ভালো থাকতে হয় সর্বাবস্থায়,

শালীন ভাষায় __

নিজের ডেরায় নয়নতারার মতো ফুটে থাকতে হয়।

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ