রসে ভেজা একদিন

কামাল উদ্দিন ৫ জানুয়ারি ২০২০, রবিবার, ০৩:৩৫:৩৫অপরাহ্ন ভ্রমণ ৩১ মন্তব্য

আমার রেল লাইন ধরে ঢাকা টু চিটাগাং হাটার কথা অনেকেই জানেন । তেমনি একদিন হাটছিলাম। আমার সহ-হাটুরে খেজুরের রস খাওয়ার খুবই ইচ্ছের কথা বলছিল। আমি বললাম ঠিক আছে চেষ্টা করবো তোমাকে রস খাওয়ানোর জন্য। তবে আশেপাশে তাকিয়ে খুবই হতাশ হচ্ছিলাম এই জন্য যে, রেল লাইনের পাশে যে কয়টি খেজুরের গাছ দেখছিলাম তার কোনটিই রসের জন্য কাটা হয়নি। কিন্তু নরসিংদীর কাছাকাছি এসে বাম দিকে তাকাতেই আমাদের মুখে হাসি ফুটল, অনেকগুলো খেজুরের গাছ তার মাঝে কয়েকটিতে আবার রসের কলসী ঝুলছে। সেই রস খাওয়ার ফটো ব্লগ.........


(২) নরসিংদী স্টেশনে ঢোকার আগেই দেখলাম বাম দিকের চিনিশপুরে অনেকগুলো খেজুর গাছ পাশাপাশি দাঁড়িয়ে। এবং সবগুলো গাছেই রসের হাড়ি ঝুলছে।


(৩) প্রথমজন গাছে চড়েই ঘোষণা দিল রসের পরিমাণ খুব অল্প, এবার আমরা সিদ্ধান্ত নিলাম যার যার রস সেই পেরে খেতে হবে। তো গাছে না চড়ে কারোরই আর কিছুই করার রইল না।


(৪/৫/৬) তো একে একে সবাই গাছে চড়ে হাড়ি নামিয়ে আনলাম।


(৭) এটায় মনে হয় রস একটু বেশীই ছিলো, তাই তো দু'জন লাগলো নামিয়ে আনতে 😀


(৮) তারপর অন্য একটা পাত্রে রসগুলো ছেকে নিলাম।


(৯/১০) এরপর তো শুধুই খাওয়ার পালা 😀


(১১) আমাদের রস খাওয়া দেখে বুলবুলিটারও মনে হয় ভালোই তেষ্টা পেয়েছিলো।

0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ