রঙ চাই

নীলাঞ্জনা নীলা ২৮ ডিসেম্বর ২০১২, শুক্রবার, ০৮:১৮:৫৬অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১৬ মন্তব্য

ছবি আঁকা হবে ,
তাই রঙ চাই
ওই রঙ-এর জন্ম কারখানার বন্ধ-ধোঁয়াটে পরিবেশে নয়
গাছের পাতা থেকে নেবো সবুজ
আকাশ দেবে নীল
মেঘের থেকে কালো
মাটি দেবে পিঙ্গল
বেলী ফুলের থেকে সাদা
আর লাল নেবো এই শরীরের সতেজ রক্ত থেকে
তারপর চিত্রকরকে দেবো এমন পেইন্টিং পেপার
প্রকৃতি এবং রক্তের রঙ মিশিয়ে তোমার ছবি আঁকা হবে
স্পষ্ট হবে তোমার অবয়ব
আরোও থাকবে সেখানে আমাদের গল্প ,
শুধুই আমাদের কথা---
সেসব তোমার চোখে-ঠোঁটে উদ্ভাসিত হবে
তুলির শেষ টানে...

( সামিরা আব্বাসী আপুর  সৌজন্যে আমার এই লেখা )

হ্যামিল্টন , কানাডা
১৩ নভেম্বর , ২০১২ ইং ।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ