রাজাকার আবদুল আলীম কুত্তার বাচ্চাটা হসপিটালে আরাম আয়েশে মরল,তাতে দেখি কিছু পাবলিক ব্যাপক খুশিতে উল্লাস করতেছে। কেন রে?একটা কারন দেখা যে কারনে উল্লাস করা যায়?

ওই ছাগলটা কি মুক্তিযোদ্ধা আনসার আলীর মত ঢাকা মেডিকেলের বারান্দায় বিনা চিকিত্সায় অসহ্য যন্ত্রনায় কাতরাতে কাতরাতে মরেছিল?
না, ও আয়েশি ঢংয়ে ভিভিআইপি কেবিনে হাসতে হাসতে মারা গেছে।

ওই ছাগলটা কি মুক্তিযোদ্ধা শাহনেওয়াজের মত না খেতে পেয়ে ক্ষুধার জ্বালায় ধুকে ধুকে মরেছিল?
না, আমাদের সরকার জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে না খাওয়াতে পারলেও ওই হায়েনাগুলোকে ঠিকই নিয়মিত দুধভাত খাওয়াচ্ছে।

ওই ছাগলটা কি বীরাঙ্গনা শায়লা বেগমের মত মানুষের অকথ্য অপমান সইতে না পেরে গলায় ফাঁস দিয়েছে?
না, ও বেঈমান হয়েও মাথা উঁচু করে বেঁচেছে যা আমার মায়েরা পায়নি।

ও তো সামান্য কষ্ট ও পায়নি,সামান্য অপমানিত ও হয়নি।তাহলে কেন খুশি হচ্ছেন?
আমরা তো তার এই মৃত্যু চাইনি। আমরা তো চেয়েছিলাম ওর মৃত্যু হবে নেড়ি কুকুরের মৃত্যু থেকেও খারাপ।
সেটা যখন হয়নি তবে কেন???

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ