যেই আমি, সেই কদু

কামরুল ইসলাম ১১ ডিসেম্বর ২০২০, শুক্রবার, ১১:১৬:১৮পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

 

শীতের উষ্ণতা বেড়েছে চারপাশ  

একাকীত্বের প্রহরে জেগেছে প্রেম  

বুঝতেই পারিনি কোন মৌহ আমাকে বিলুপ্ত করে 

কোন রুপ আমাকে জাগিয়ে তোলে 

কোন গুন আমাকে প্রভাবিত করে , 

কোন কন্ঠ আমাকে সাড়া জাগায়   

আমি ধীরে ধীরে প্রশমিত হই,  

নিজের অস্তিত্বকে খুঁজে বেড়াই   

দেহমনের অলিতে গলিতে      বিকশিত হই 

কত গোপন ইচ্ছা মনের স্তরে স্তরে 

সুপ্ত হয়ে ফুটে আছে  অস্পর্শের অভিসারে 

বুঝতেই পারিনি, এযাবৎ কাল 

 আমাতে আমি এতোটা বিস্তৃত , সুবাসিত 

স্বপ্নে বিভোর হই,  আলপনা আঁকি 

প্রজাপতির ডানায় চোখ রাখি, 

গোধুলীর সাঝে হেঁটে যাই বহুদুর ,

 উদ্দীপনা বাড়ে,  কবিতার খাতায়, 

স্মৃতি গাঁথা হয়,  প্রতিদিনের ডায়রিতে  

নিবেদিত হই, আপন সত্তার গভীরে  

আবদ্ধ হই, অদৃশ্য মায়ার ব্যষ্ঠনীতে 

রাত গভীরে আবিস্কার করি 

যেই আমি,  সেই কদু   । 

 

 

রচনা কাল  ঃ ১১/১২/২০২০ 

ঢাকা

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ