1. শিক্ষায় অরণ্য আনন্দ, চাষবদে কেউ নয় মগ্ন।

আমি নয়তো উচ্চ শিক্ষায় শিক্ষিত
আমি ক্ষদ্র জ্ঞানী...
আমি নয় সুশিক্ষায় শিক্ষিত
আমি মধ্যবিত্ত এক চাষার ছেলে
হতো দারিদ্র পরিবারে আমার জন্ম।

আমি নয় তো উচ্চ শিক্ষায় শিক্ষিত।

বাবা বলতো চাষ আবাদে উন্নতি
ফসল ঘরে না এলে খাবে কী,
তুমি অল্প শিক্ষা নাও, চাষ বাস করো
গর্ভিত হবে প্রকৃতি!
উন্নতি ট্রেকনোলজি উচ্চ শিক্ষার অগ্রগতি
কারো আছে কী চাষাবাদে মতি।

বাড়ছে শিক্ষার মান-সকল স্হানে কৃষক অপমান,
জগৎ সৃষ্টিতে সবার উন্নতি শুধু কৃষকে অবনতি!
জানি শিক্ষা উন্নয়নের আলো- উচ্চ স্হানে পৌঁছে যাবার মঞ্চও?
তোমার মাকে দেখো, এখনো সকাল সন্ধ্যা
ফসল তুলতেই মগ্ন।

বাবা যে মাটিতে জন্মেছ তাকেই দাঁও সাধুবাদ
তাকে বুকে ধরে করো উন্নতি?
শিক্ষা নাও উন্নত সমাজ গড়ো
তুমি বাঙালি -আনন্দ করে বলও তুমি চাষি।

আমি নয় তো উচ্চ শিক্ষায় শিক্ষিত
আমি মধ্যবিত্ত ক্ষুদ্র জ্ঞানী।

বাবা আমি অল্প শিক্ষায় শিক্ষিত
পথ চলার করেছি সঞ্চয়
তোমার মা উচ্চ শিক্ষায় আনন্দিত -
তবুও সেই চাষার ঘরে জীবন মৃত্যু পর্যন্ত।

এই চাষার ঝরা শ্রমে ঘামে
আমাদের মুখে উঠে অন্ন স্বাদ।

সঞ্জয় মালাকার //

ভুল হলে ক্ষমা করবেন ধন্যবাদ  ।।

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ