যদি সাধ্য থাকতো

সীমা সারমিন ১৮ জানুয়ারি ২০১৪, শনিবার, ০৯:০৫:১৩অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

যদি সাদ্ধ্য থাকতো,ওই আকাশ থেকে
চাদঁ পেড়ে আনতাম তোমার জন্য।

কখনো পরতে দিতাম না মাটিতে তোমার পা
পঙ্খীরাজ এর মতো পিঠে চাপিয়ে
উড়িয়ে নিয়ে চলতাম দূর গগনে,
ঘুড়িয়ে নিয়ে আসতাম গ্রহ নক্ষত্র দূর দিগন্ত
আর অসাধারন সুন্দর এক জগত থেকে।

গড়ে দিতাম এক সপ্নের রাজ্য
যে রাজ্যে রাজা থাকতে একমাত্র তুমি।
যেখানে কোন ভয় ভীতি,এক মুহুরতের জন্য,
স্পরশো করবেনা তোমাকে।

আসতে দিতাম না কখনো চোখে অশ্রু
হতাশা কে ঘেষতে দিতাম না তোমার পাশে।
মনি মুক্তা হীরক ও সরগের অম্রীতোর মাঝে,
অনাবিল প্রসান্তি ও সুখ শান্তিময় জীবনে,
ভরিয়ে তুলতাম তোমাকে।
—————————সীমা সারমিন

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ