যদি এমন হতো

হালিমা আক্তার ২২ আগস্ট ২০২১, রবিবার, ১১:৫৩:৫৭অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

 

গোধূলির সূর্যাস্তের সাথে
মিশে যেত দুঃখের বর্ণ
দিনের কষ্ট গুলি ডুবে যেত
সূর্য ডোবার সাথে,
বেদনার পাপড়ি গুলি ঝরে পড়তো
পাখিদের ঘরে ফেরার খুশিতে।

তাহলে হয়তো আর
রাতের আঁধারে ঝরে পড়তোনা
চাঁদের লুকানো কান্নার জ্যোৎস্না,
প্রেয়সীর অশ্রুতে নক্ষত্রের বুকে
বয়ে যেতোনা সরোবর।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ