মৌন বিকেল

নাজমুল হুদা ৮ জুলাই ২০২০, বুধবার, ০৯:১১:৫২অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য
সূর্যটাও আজ খেলা শিখে গেছে
তাপ পরিত্যক্ত ঘোষণা করে খেলে
আমার পাঁজর ভাঙার গুঞ্জন উঠে না।
.
বিষণ্ণ একটা সীমানা মেপে নেই
কাউকে বলিনি; অথচ ডাক দেই
দীর্ঘ নীরবতার শোক ভাঙা রোদে
ভুল বানানে বার্তা পাঠাও
              ‌‌                 :ডাক দিয়ো না।
.
দীর্ঘকালীন ক্লান্ত চোখে ভুলে যাই
ভুলে যাও আমাকে সময়ের অপেক্ষায়
আবার সেই বার্তা পাঠাও
                                :ডাক দাও এখন।
.
এভাবেই সূর্যালোকে মেঘের খেলায়
রোজ এক ভুল নামকরণের স্বপ্ন মাখি,
ডাক দিয়ো
         আমি ডাক দেই
                       তুমি ডাক দাও
চিরায়ত সংগীতের বিশেষ বাক্যালাপে-
তোমার আমার ভুলে ভরা ঠাসা ঠাসা প্রেম।
[ছবিটি ব্লগ থেকে নেওয়া]
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ