মেয়েবেলা

অরুণিমা মন্ডল দাস ১১ জুন ২০১৬, শনিবার, ০৯:৩৯:০০অপরাহ্ন একান্ত অনুভূতি ৬ মন্তব্য

file-53
ছোটবেলা থেকে খোলা আকাশ দেখতে ভালোবাসি। ভালোবাসি মায়ের হাসি, সন্ধ্যার শাঁখে কিশোর কুমার হেমন্তের গান কোন মেঘলা দিনের বৃষ্টি ভেজা রাত ভালোবাসি ওই দূরে হঠাৎ করে বেজে ওঠা ট্রেন ছাড়া শব্দ শব্দটা খুব চেনা ঠিক প্রতিদিনের সকালের চায়ের মতো ঠিক আপনার স্বপ্নের সাথী পাশবালিশের চুপচাপ আদরের অত্যাচার সহ্য করে

জোনাকিরা তো কিছুই বোঝে না জ্বলতে থাকে মরতে থাকে কোন ছায়াকে ভুল করে আপন করে । ভেবে ভেবে মোনালিসার ছবিতে জল ঢেলে সিক্ত প্রেম খুঁজে সারা রাত কাটায় । দূরে কোন বনের গাছ গুলি এদিক ওদিক ডাকে। বুকটা হু হু করে ওঠে । মনে হয় ব্যর্থ প্রেম টা আমার সেই স্মৃতিগুলো মন থেকে ছিনিয়ে নিতে এসেছে । অজানা অচেনা খুব পরিচিত প্রিয় জিনিস হারানোর ভয়ে আমি কুঁকড়ে যাই । দুটো হাঁটুর মাঝখানে মুখ থুবড়ে ভগবানকে দোষারূপ করি একাকিত্বকে দোষারূপ করি । সবুজ প্রকৃতির চোখ আমাকে অন্ধ করে দেয় । মন কালো মেঘে বর্ষার ধারাতে কেঁদে ওঠে । ভাবি আমার স্মৃতি আমার ছোট্টবেলার ভাঙা জ্যামিতি বক্স মায়ের একটিমাত্র ছবি আমার ছোটবেলার ছেঁড়া জামা বই ছবি কেউ কেড়ে নেবে না, ওগুলো শুধু আমার, ওগুলো আমার রক্তে মিশে আছে । মিশে আছে আমার হৃৎপিণ্ডে । যতদিন বাঁচব বুকের গোপন কুঠুরিতে লুকিয়ে রাখব । কবিতার কাঁথা সাজিয়ে বিছিয়ে রাখব হৃদি অন্তরীক্ষে¡

কলকাতা
পশ্চিমবঙ্গ
৭ জুন ২০১৬

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ