মেহেদী পাতা

মেহেদি পাতা ২০ জানুয়ারি ২০১৫, মঙ্গলবার, ০২:২২:০৬পূর্বাহ্ন বিবিধ ১৮ মন্তব্য

একে যাবো স্বপ্নের কথা
রেখে যাবো স্মৃতি,
তোমার দেয়ালজুড়ে থাকবে
আমার আকুতি।

চিন্হ রেখে যাবো বালুর সৈকতে
সমুদ্রের ঢেউ মুছতে পারবেনা,
রঙ্গের প্রলেপ দিয়ে দেয়াল হয়তো স্মৃতি হারাবে
তোমার মস্তিষ্কে গেথে রবে ভালোবাসার আকুতি।

পৃথিবীর সব থেকে সুন্দর সে হাতে
হয়তো নেই আজ মেহেদীর আল্পনা,
তবু তোমার শুন্য সে হৃদয়
করে আজো আমার কল্পনা।

ব্যাস্ত ঢাকার নির্জন পথে,
আজো রিক্সা হাওয়ায় উড়ে,
বসে থাকে মানব মানবী
ভালবাসায় স্থির,
তুমি ফিরে আসবে অপেক্ষা অধির।

তোমার জন্য রজনীগন্ধা এনেছি
সাথে আমার বাগানের গোলাপ,
ফিরে এসো দেখো প্রিয়া
নেই ভালোবাসার অভাব।

একাকী আমি আজো জাগি রাত
পুরোনো মুঠোবার্তা পড়ে
কাব্য চর্চায় করি দিনাতিপাত,
ফিরে এসে তুমি আবৃত্তি করবে বলে।

এখনো ভোর হয়
গায় পাখি গান,
অসহায় প্রকৃতি দেয়না শুধু ভালোবাসার প্রমাণ।

খেজুরের রসের শীতের পিঠা তোমার বানান হয়নি আর
পিঠা উত্সবের ফির্নি খেয়ে
করছো জীবন পার।

আগ্রহের অপেক্ষায় ক্লান্ত আশয়
প্রিয়া একবার পাঠ করো মনের বিষয়
দূর হয়ে যাবে মতিভ্রম তোমার
ফিরে এসো একবার।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ