মেঘ পাহাড়ে সূর্য

ভোরের শিশির ২৯ মার্চ ২০১৫, রবিবার, ০৬:১৫:৫০পূর্বাহ্ন কবিতা ১৭ মন্তব্য

মেঘ পাহাড়ের চূড়োয় অপেক্ষায়; সূর্যের।
ভাবছে, নাম আছে দু'টো- ছায়া আর চাঁদ।
সূর্য এলেই মিটিয়ে নেবে, হবে সময়ের শোধ বোধ।
সেই থেকে মেঘ একাই আসে; একাই থাকে, লাগে বিজলীর আঁচড়।
একদিন ঠিক দেখা হলো; মেঘের বুকে মুখ লুকালো।
তারপর!
তারপর, সে কি কান্না মেঘের! এ'দিক ও'দিক ভাসিয়ে নেয় এমন।
সূর্য তখন বলে 'এ'কি মেঘ! কান্না কেন?
এমন যদি কাঁদো, তবে চাঁদ আর ছায়া আসবে না'তো!
ভাবছো, মনের কথা জানলাম কখন!'
মেঘ তখন অভিমানে; আলতো হেসে পাশে আসে।
বলে 'এবার তবে কি হবে?'
আলতো করে চিবুক ছুঁয়ে সূর্য নিলো মেঘ'কে সাথে, বলে
'আজ আমাদের মিলন হবে, এই পাহাড়ের কোলে'।
মেঘের কোলে আলতো হেসে সূর্য আবার বলে
'আজ হতে চিরতরে, থাকবো আমি তোমার সাথে। তবে,
আমায় যখন খুঁজবে, চাঁদ থাকবে ভুবনে।
কাঁদবে যখন গোমড়া মুখে বিজলী'কে বলো সাড়া দিতে,
যখন আমি থাকবো একা, ছায়ার সাথে হবে করবো খেলা'
মেঘ তখে হেসে বলে
'সূর্য তোমার ছায়া হোক'
সূর্য হাসে উল্লাসে; বলে
'মেঘের কোলে চাঁদ হাসুক'

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ