মেঘের শাসন

নাজমুল হুদা ১১ জুন ২০১৯, মঙ্গলবার, ০৭:৩৮:২৮অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

এক বিকালে-
স্বৈরাচারী দাপটে সোনালী দিনের ক্ষমতা কেড়ে নেয়
বাধ্যতামূলক উড়ে এসে
জোড়ে বসার মত নিজের কায়দায় এঁকে দেয়
আকাশের ধোঁয়াশা বুকে টুকরো টুকরো চাপাকন্ঠ।

মেঘ, তুমি কি ভাবো?
তোমার দাপটে জমিনের বুকে
ভ্রুণগুলোর দ্রুত রঙ বদলায়
পাড়ার অখ্যাত কবি গুমকন্ঠে
ভ্রূণের জীবনচিত্র আঁকে কবিতায়।

যেমন ...
হাঁটুপানির লকলকে জোঁক শুষে নিচ্ছে
কেমিক্যাল
কেরোসিন
আর নাইট্রোজেনের সুবাসিত দেহ থেকে
কৃষক শ্রমিকের ফরমালিনহীন বিশুদ্ধ রক্ত,

পুরোনো ঝোঁপঝাড়ের পরিপুষ্ট বাঁশ
দুই ফেরেশতার আসনে এঁকে যাচ্ছে
এক'পা দু'পা করে কালো কালো রক্তের জলছাপ।

মেঘ, তুমি কি অনুভব করো?
তোমার দাপট শুধু আকাশের বুকে না,দো'চালা ঘরেও;
তৃষ্ণার্ত কৃষাণী সুখের মোহ নিয়ে
নকশীকাঁথায় আঁকে রোদের অবসাদ
যেন কতদিন বৈধ বৃষ্টিপাত হয় না বনলতা সেনের হৃদয়ে ।

মেঘ, তুমি খুব শক্তিশালী শাসক!
কি আমূল পরিবর্তন ঘটাও ,কি সূক্ষ্ম ভাবনা ভাবাও কবিকে।

ভাবাও ক্ষমতার বিষাক্ত কার্বন-ডাই-অক্সাইডে আক্রান্ত জনতাকে?
ভাবাও যে প্রেমিক হায়েনার মত প্রেমিকার মাংস খায়?
ভাবাও যে প্রেমিকা পরকিয়ায় প্রেমিককে নরবলি দেয়?
ভাবাও ..যেন ওরা এসব ভাবতে ভাবতে-
আত্মহুতিতে, আত্মশুদ্ধিতে, শান্তিপুরীতে ঢুকে পড়ে।

মেঘ, তুমি কি আরো দেখো?
রাস্তার দ্বারে দ্বারে, রঙ্গীন প্ল্যাস্টুন প্ল্যাকার্ডে
কিছু হাসো হাসো ভোটক্রেতার
মানবতা আর সমাজসেবার সংবিধান
যাদের সমাজসেবা কিনা
হ্যালির ধূমকেতুর মতো আর্বিভাব ঘটে।

মেঘ, তোমার শাসনে ...
আজ অখ্যাত আকাশটা সেসব চিত্র কবিতায় আঁকে
ঘুমের ঘরে দুঃস্বপ্ন দেখেছে ভেবে হেসে উঠে-
নাকি তোমার একবুক বিষন্নতা আঁকড়ে ধরে জেগে উঠে?

নেত্রকোনা, ময়মনসিংহ।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ