মৃত্যু

সঞ্জয় মালাকার ২৫ জুলাই ২০২০, শনিবার, ০৬:০৯:২২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য

মৃত্যু,,

 

কিসের এত বড়াই করি,কিসের এত মায়া

এই দেহটা পড়ে থাকব, থাকবে না-ক দয়া।

 

কাঁদবে সবাই  পাশে বসে,শুনবো না'তো আমি

দুচোখ বন্ধ অন্ধকার আজ,পুড়ে হব মাটি।

 

কিসের এত লুভ লালসা,কোন-সে রূপের বাড়াই

মৃত্যু তোমার কাছাকাছি, করছে এখন লড়াই।

 

বন্ধ হবে শ্বাসের গাড়ি,থামবে চলার গতি

আত্নীয় সহজন কেউ হবে না,তোমার সঙ্গের সঙ্গী।

 

মরিলে তুমি রবে পড়ে,প্রাণ পাখিটা যাবে উড়ে

তুমি পুড়ে হবে ছাঁই, তোমার কর্মে আর কিছু নাই।

 

তবে কিসের এত বড়াই,তোমার সঙ্গী আর কেউ নাই

তুমি একাই চলে যাবে।

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ