মুখপুড়ি রাত

বনলতা সেন ১১ সেপ্টেম্বর ২০১৪, বৃহস্পতিবার, ০৭:৩৬:০৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৫ মন্তব্য

মাথা ঠুকে ভেঙেছ  নিরেট দেয়াল,শক্ত মাথায়;
নিপুণ মায়াজালে চোখপাহারার বেড়া টপকে।
দেয়াল তুলছ না তো? কঠিন দেয়াল ?
হোক না রাত, নিশি রাত। ঘটনার ঘনঘটায় অস্থির,
পায়তাঁরা অবগুণ্ঠনের।
মসৃণ সোনালী সোনা পা,লাল জবা ঠোঁট!
গোচরের অগোচরে কখন হলো এত এত এত্তগুলো!
সইবে এত সুখ ? মন তো হয় না!

সোহাগী সেয়ানা হয়ে ওঠা রাত,আরও সেয়ানা হও,
ছিনাল হয়ো না।
হলে ?
মন্বন্তরেও হাসিমুখ-ভেজাচোখ মোছাব এ আচলেই।

0 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ