মিছিল

হালিমা আক্তার ২১ আগস্ট ২০২১, শনিবার, ১২:০২:৪৫পূর্বাহ্ন কবিতা ২৭ মন্তব্য

প্রতিদিন শহরে মিছিল হয়
মিছিলে থাকে না শ্লোগান ,
থাকে না প্রতিবাদ ,
কোন দাবি দাওয়া ও নাই
তবুও মিছিল হয় ।

মিছিলে শামিল হই
আমি , আমরা অথবা
আমাদের মতো কেউ ।

এ মিছিলে পুলিশ লাঠিচার্জ করেনা ,
গুলি ছোঁড়ে না ,
ছাড়ে না কাঁদানে গ্যাস ,
এমনকি কোন ব্যারিকেড দেয়া হয়না ,
মিছিলে বাধা আসেনা
এমন মিছিল দেখেছে কেউ কখনো ।

মিছিল মানে ৫২ 'র মিছিল
"রাষ্ট্র ভাষা বাংলা চাই "
মিছিল মানে ৭১ 'র স্বাধীনতার সংগ্রাম
"তোমার আমার ঠিকানা
পদ্মা , মেঘনা , যমুনা "
মিছিল মানে ৯০'র গণজাগরণ
স্বৈরাচার নিপাত যাক , গণতন্ত্র মুক্তিপাক "

না এমন কোন প্রতিবাদী মিছিল নয়
এ এক অন্য রকম মিছিল,
এ মিছিলে যাওয়া সন্তানকে
মা আর দেখতে পায়না,
সন্তান বাবাকে ছুঁতে পায়না ,
বোন ভাইয়ের কাছে যেতে মানা
প্রিয়তমা স্ত্রী তাঁর স্বামীকে
জড়িয়ে ধরতে পারেনা ।

এ মিছিলের শব্দ হারিয়ে গেছে
কথারা লুকিয়েছে অদৃশ্য
শত্রুর আঘাতে,
অন্য রকম মিছিল
নিরব নিস্তব্দ মিছিল ।

এ মিছিল আমরা চাইনা
আমরা প্রতিবাদী মিছিল চাই
আমরা কোলাহল চাই
আমরা বাঁচতে চাই
আমরা জাগরণের গান
শুনতে চাই গাইতে চাই ।

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ