মা

শেহজাদ আমান ৫ মার্চ ২০১৬, শনিবার, ০৩:৫২:০২অপরাহ্ন কবিতা ৫ মন্তব্য

যখন আমি তার শীর্ণ পায়ে
হাত দিয়ে করলাম চুম্বন
এবং জানালাম আমার উপস্থিতি
দেখলাম মা তার ঘোলাটে চোখ মেলে
আমার দিকে তাকিয়ে রইলেন
এই সেই দৃষ্টির নরম ছোয়া
আমাকে দিয়েছে অভয় জন্মের পর থেকেই

“আর কতদিন পরে থাকবি এভাবে,” বললেন মা
“যখন তোর ভাইয়েরা কেউই আমার পাশে নেই
আর স্বজনেরা গেছে দূর-বহুদূর,
আমার অসুখ তো ভাল হবার নয়।
ছেড়ে দিয়ে যা আমায় ভাগ্যের হাতে”।

ভীষম কিছু রোগে জরাজীর্ণ
আমার মায়ের হাতটা টেনে নিয়ে
ছোয়ালাম আমার গালে
আর আমি যেন স্পর্শ পেলাম সেই মমতার
যে মমতা পৃথিবীর আলো-বাতাসের সাথে
আমায় পরিচয় করে দিয়েছে।
আমার স্মৃতিতে ভাস্মর মায়ের সেই সবুজ শাড়ির আচল
যা শৈশবে ক্রন্দনরত আমার চোখের জল মুছিয়ে দিয়েছে।
বললাম, “তোমায় ছেড়ে কোথাও যাছিনা মা”।
এই কথা বলে আমি মাথায় তুলে নিলাম
মায়ের দেয়া মোটা কাপড়।

ভ্রাতৃঘাতী সংঘাতে লিপ্ত তার সন্তানেরা
মায়ের দিকে নজর দেয়ার ফুরসত নেই তাদের।
যদিও তাদের অনেকেই আজ মা থেকে বহুদূরে,
আমি কোথাও যাচ্ছিনা মাকে ছেড়ে।
হুমকী বা প্রলোভন অর্থহীন আমার কাছে
মায়ের সন্তান হিসেবেই বেচে আছি
তার কোলেই মাথা রেখে মৃত্যুকে করবো আলিঙ্গন।

হে আমার প্রিয় স্বদেশ, প্রিয় জম্নভূমি।
তোমাকে ছেড়ে আর কোথায়ই বা আমি যেতে পারি?

৪৬২জন ৪৬২জন
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ