• সা দা মা ঠ তুমি সত্যের অঙ্গীকার
    দুঃখী মানবের ভুলাও দুঃখ অভিমান!

অনাথ,,

মা'গো হারিয়ে গেলা একলা পেলে
আসছি বলে দূরে,
হাজার মানবের ভীরে,
মাগো কাঁদতে কাঁদতে বুক ভাসে মোর
হারিয়ে যেন না যাই মা,তোমার হাত টা ছেড়ে!
মা'গো হারিয়ে গেলা একলা পেলে
আসিছি বলে দূরে।

মা'গো অনাথ দেখে বাবু আমায়
ঝরিয়ে ছিলো বুকে
মা'গো জল মুছে সেই সুখ
ভয় গেলো মা দূরে,!
মা'গো হারিয়ে গেলি একলা পেলে
আসছি বলে দূরে!

মা'গো তোমার মতো দামীও আমার
ওই আকাশের গায়,
নিলো কোলে তুলে,
নিশিথ রাতে জ্বলে উঠে
আকাশ ভরা তারা!

মা'গো বুকের দুধের স্বাদ
কেমন মধু হয়,
মা'গো স্বাদ পাবো কি
স্বাদ তো বুকে রয়!
বলছি আমি তোমরা যার মা পেয়েছ
জানো তো নিশ্চয়
আমার মতো এমন দশা
আর কারো যেন না হয়!

মা'গো পালিয়ে গেলি একলা পেলে
আসছি বলে দূরে
মা'গো দোলনা দিয়ে কেউ ঘুম পাড়ায়নি
আদর মাখা কোলে,
মা'গো এমন কেউ তো হয়নি খুশী
সোনা পাখি বলে!

মা'গো তোমার বুকের খুব কাছে
মায়া ঝরানো কোল
অন্য সকল ঘুমায় যখন
ঘুম পড়ানো বলে!

আমি তখন একলা থাকি
খোলা আকাশটা ধরে,
মা'গো ঘুম আসেনা চোখের পাতা
বুক কাপে মোর ভয়ে!
মা'গো একলা পেলে হারিয়ে গেলি
আসছি বলে দূরে!

মা গো ঘর ক্ষাণি সেই
সেই তো আমার নই,
মা'গো নতুন বাবু ঘুমিয়ে সেথায়,
ঘুম যেন না হয়, মা'গো ডুকতে লাগে যেন ভয়!
মা'গো আসছি বলেই হারিয়ে গেলি
আমায় ছেড়ে দূরে!

সঞ্জয় মালাকার //

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ