মা’য়ের চিঠি

রিমি রুম্মান ১৬ অক্টোবর ২০১৪, বৃহস্পতিবার, ০৭:২১:২৯অপরাহ্ন একান্ত অনুভূতি ১১ মন্তব্য

অনেক আগে, এদেশের প্রথম দিকের সময়গুলোতে ফোনে দেশে কথা বলা বেশ ব্যয়বহুল ছিল। ফোন বুথে টাকা জমা দিয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা... অস্পষ্ট কথা... একটু পরপর লাইন কেটে যাওয়া__ এমন নানান বিড়ম্বনার মধ্য দিয়ে যেতে হত। তবুও সারা সপ্তাহের আকাঙ্ক্ষা, আনন্দ, প্রতীক্ষা সবই যেন সপ্তাহ শেষের ছুটির দিনকে ঘিরে। যদিও, হ্যালো... শুনা যাচ্ছেনা... লাইনে শোঁশোঁ শব্দ হচ্ছে... হ্যাঁ এখন শুনছি__ এ জাতীয় কথাতেই সময়টুকু শেষ হয়ে যেতো। তবুও প্রিয় মানুষগুলোর কণ্ঠস্বর তো শুনা হল ! বিস্তারিত সব কথা তো চিঠিতে হচ্ছেই !

 

জমে থাকা মনের সব কথা লিখে চিঠি পোষ্ট করার পরদিন থেকেই শুরু হয় প্রতিউত্তরের প্রতীক্ষা। চিঠিটি যেতে-আসতে যে সময় লাগে, তা-ও যেন মন বুঝতে চায় না ! প্রতিদিন কাজ থেকে ফিরেই মেইল বক্স চেক করা__ সে এক অস্থিরতা ! অবশেষে যখন চিঠি হাতে পেতাম__ সে এক উথাল-পাতাল ভালোলাগা ! কলিগদের যার সাথেই দেখা হয়, ঘুরে ফিরে একটাই কথা __ জানো, আমার মায়ের চিঠি এসেছে কাল। সকালে পড়ি... দুপুরে পড়ি... রাতে ঘুমানোর আগে পড়ি__ তবু যেন তৃষ্ণা মেটে না ! অন্তহীন এক অনুভূতিতে অক্ষরগুলো ছুঁয়ে দেখি। আহা ! আমার মায়ের হাতের লেখা ! মায়ের হাতের ছোঁয়া ! দু'চোখ বেয়ে জল গড়ায়। সে জল যেন আর ফুরাতে চায় না... শুকাতে চায় না...

 

অতঃপর

এখন, নেট... স্কাইপি... ভাইবার... ভিডিও চ্যাট__ কতো কি ! দূরে থেকেও সব কতো কাছের ! ক-তো কাছের !

সব হাতের মুঠো'র এই যুগে নেই শুধু "হাসি-আনন্দ-দুঃখ" শেয়ার করার মানুষগুলো। গভীরের ক্ষত গভীরেই থাকে একাকী... সকলের অগোচরে...

সৃষ্টিকর্তা মানুষকে অনেক পূর্ণতা দিলেও, কিছু অপূর্ণতা রেখে দেন হয়তো...

শুভকামনা সকলকে...

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ