মায়াবতী

রাতুল ৩০ সেপ্টেম্বর ২০১৩, সোমবার, ০১:৪৬:৫৯অপরাহ্ন কবিতা, সাহিত্য ১৪ মন্তব্য

মায়াবতী, ওগো মায়াবতী !
শুনছো কি ?
তোমায় যে ডাকছি আমি।
একটু সময় হবে কি ?
আমার জন্যে তোমার ?
একটু দাঁড়াবে কি, মায়াবতী ?
একটু থেমে আমায় বলবে কি ?
মায়া দিয়ে হয়টা কি ?

শুনেছি, মায়া-মমতা বড্ড অদ্ভুত ব্যাপার।
যতসব নাকি যাদুর কারবার ?
জাদু মাখান নাকি থাকে মায়াতে ?
একবার যাকে বশ করে, সে নাকি পারেনা ভুলতে ?
তাই কি কখনও হয় নাকি, মায়াবতী ?
আমায় তবে কিছু মায়া দেবে কি ?
আমি কাওকে বশ করতে পারবো কি ?
যদি মায়া নামের যাদুর ছোঁয়ায় তাকে ছুঁয়ে দেই ?
মায়াবতী, ও মায়াবতী !! শুনছো কি ?
আমার কত দুঃখ আছে, জানো কি ?
আমি যে বড্ড একা, বড্ড বেশি একাকী।

আমায় মায়ার জাদু শেখাবে কি ?
আমি মায়া করে রেখে দিবো কাওকে।
যে আমায় খুব বেশি ভালবাসবে।
যে আমায় অনেক অনেক আদর দিবে।
যে আমায় শক্ত করে ধরে রইবে।
এই মায়াবতী, শুনছো তো ?
আমায় যাদুটা শেখাবে তো ?
মায়ার জাদু, আমি শিখবো।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ