মহারাণী

কামরুল ইসলাম ২ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০৭:২৯:২০অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

কি প্রেম দিলে, বাঁচার স্বপ্নে ~
ভাঙা গড়া অবিরত ~
কাতর হই, উর্বর রই মনে ~
খুলি সম্ভাবনার দিগন্ত ।।
এ প্রেম ছুঁয়ে যায়, অহর্নিশি ~
অন্তরে, তারও গভীরে ~
ঋতুরাজ সাজে, মরুর তপ্ত বুক ~
সুবাসিত প্রকৃতির ভীড়ে ।।
নিঃসঙ্গতার চার দেয়াল , অগোচরে ~
আলপনায় আঁকি মনে ~
বিষণ্ণ দুপুরে, প্রাণের মধুর সুরে ~
জেগে উঠি সংগোপনে ।।
গোধুলীর রঙ মাখি, পাখীর কলতানে ~
হিমেল হাওয়ায়, উষ্ণ প্রেমে ~
দিগন্তের নীল, মনের আঙিণা জুড়ে ~
মেঘ ছুঁয়ে এসেছে নেমে ।।
পালকের কোমলতায়, ছুঁয়ে যায় হৃদয় ~
তোমার মিষ্টি প্রেমের বাণী ~
রাজ্যহীন রাজা আমি, আপন ধরায় ~
তুমি তার চির মহারাণী ।।
~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ০২/০১/২০২০
ঢাকা

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ