“মলিন এক খসড়া চাওয়া”

রিতু জাহান ৬ এপ্রিল ২০১৮, শুক্রবার, ০৬:২৭:৪৩অপরাহ্ন একান্ত অনুভূতি ৪ মন্তব্য

সযত্নে দেওয়া জীবন দুঃখকে বড় করে দেখার অবকাশ ছিলো না কোনো,
আজ এই মধ্যাহ্নের অবকাশে কোঁচড় থেকে সে দুঃখের খাতা মেলে ধরব,
এটা যেনো দুঃখকেই উপহাস করা।
রোদে পোড়া,ধূলি মলিন দুঃখের ইন্দো প্রস্থের এক খসড়া খাতা,
পড়ে আছে পড়ে থাক।
গোপন সব অনুপযোগী চাওয়াকে গোপন রেখে,
মাথায় এঁটে দেওয়া বিপুল দায়িত্বের বোঝা নিয়ে,
মস্ত খাড়া পাহাড়ের গড়ানে খাদ বেয়ে যে জীবন চাকা চলেছিল সময়ের আগেই
জানতাম, একটু থামলেই বোঝা সমেত হুড়মুড় করে পড়ে যাব কোনো এক অন্ধকার গর্তে।
এ গর্তে বিষাক্ত পোকামাকড়, সাপের ফণার থেকেও ভয়ঙ্কর এক তীরষ্কার অপেক্ষা করে থাকে,
সে তীরষ্কার বিষের তীব্র যন্ত্রণা আছে, কিন্তু মরণ নেই।
কারণ, মৃত্যুরও স্বাদ আছে।
"""""'রিতু""""""''
৬/৪/১৮.

# আমার নীল পাতার মৌন শব্দ থেকে।

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ