বই : মনে পাপ নেই
লেখক : সমরেশ মজুমদার
প্রকাশকঃ সুধাংশুশেখর দে , দে'জ পাবলিশিং
মোট পৃষ্ঠা: ১৩৬
মূল্য: ১২৫ টাকা

পাঠ্য প্রতিক্রিয়া :
সমরেশ মজুমদার হচ্ছেন বিখ্যাত ভারতীয় বাঙালি ঔপন্যাসিক । তিনি খুব জনপ্রিয় কিন্তু আমি নতুন পাঠক হওয়ায় তার সম্পর্কে কম জানি। স্যার এর লিখা " দিন যায় রাত যায় " বই পড়েই তার লিখার সাথে প্রথম পরিচিত হই ।
" মনে পাপ নেই " বইটা মূলত প্রবন্ধের বই । তার আশেপাশের মানুষদের নিয়ে লিখেছেন , তুলে ধরেছেন সামাজিক অবস্থা । স্যার এর সময়ের চিত্র আর আমাদের এই বর্তমান সময়ের চিত্র তার ভাষ্য অনুযায়ী খুব সুন্দর করে বলেছেন । দু ' বাংলা বলা চলে না , বলতে গেলে বলতে হয় বাঙালীদের মাঝে যে ধর্মান্ধতা একটা কুশ্রী রূপ ধারণ করছে তিনি তা বিভিন্ন ভাবে বোঝাতে চেয়েছেন । বাঙ্গালী জাতিতে নারীদের চিন্তা ধারণা আর পুরুষের অবস্থান নিয়ে তিনি কি ভেবেছেন তাও বলেছেন ।
বই - সাহিত্য - পত্রিকা নিয়ে যে আলোচনা করেছেন সে সবে উঠে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুর , কাজী নজরুল ইসলাম , সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায , হুমায়ূন আহমেদ ইত্যাদি বড় বড় ব্যাক্তিদের কথা । বই প্রকাশক আর বিক্রেতাদের মধ্যে যে বিষয় গুলো আসে এবং বই পাইরেসি যা আমাদের মতো সাধারণ পাঠকের না জানা এসব তথ্য এই বইতে লিখেছেন সমরেশ স্যার।
সব মিলিয়ে তিনি তার মনের কথা গুলো প্রকাশ করতে চেয়েছেন যেখানে ছিল না কোন লুকোচুরি বা কারচুপি ।
বইটা পড়ে শেষ করতে মাত্র ৫ ঘন্টা লেগেছে অর্থাৎ আমার ১দিনে পড়ে শেষ করতে পারা ষষ্ঠ বই “মনে পাপ নেই ”। সত্যি বলতে বইটা ভালো লেগেছে , বড় মানুষদের ভাবনা গুলো জানতে কার না ভালো লাগে ! ।
তাই সময় না নিয়ে “মনে পাপ নেই ” বইটি সংগ্রহ করেই পড়ে ফেলুন।
শুভ হোক আপনার পাঠ্য কার্যক্রম।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ