মনের ভেতরের মন

নীলাঞ্জনা নীলা ২৭ আগস্ট ২০১৪, বুধবার, ১০:৪৮:০১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

জীবনের একটা সময় আসে যখন কেউ কোথাও থাকেনা । সে সময় কি করা উচিত কষ্ট নেয়া ? একা একা মুখ ভার করে বসে থাকা ? নাহ আমি মনে করি ওই সময়টাতেই নিজেকে জানা আর নিজের আনন্দ খুঁজে নেয়া । কারণ আনন্দই আনন্দকে টানে...আর যতো কষ্টের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা , ততোই কষ্টের পরিধি বিস্তৃত হতে থাকে...কষ্টের মধ্যেও যে মানুষ আনন্দের সন্ধান করে , তার কাছে যন্ত্রণা আসতেও ভয় পায়...

**আমি তাই ভালো থাকি...ভালো আছি সুধা

ভয়ঙ্করের ভেতর থেকে সৌন্দর্যকে কুড়িয়ে এনে
চোখের তৃষ্ণায় পুড়তে দিয়ে
ভোরের ঘুম থেকে জেগে ওঠার হাসিটুকু পাশে রেখে
বিছানায় শুয়ে আড়মোড়া ভাঙ্গি ।

সুধা আমি ভালো আছি ।

এটুকু বলার জন্যে আমার ঠোঁট নাড়তে হয়না
এই চোখ (যদি সব চোখ ভুলে আমাকেই দেখো) ,
এই মন (যদি এই মনটার গভীরতা বোঝো)
তাহলেই জেনে যাবে ।
এখানে আর কারো জন্যে কোনো মিথ্যে নেই
কোনো ভণিতা নেই ।

সুধা শোনো ,
আবেগ হচ্ছে একটি কাঁটাতারের যে বেড়া
সেই বেড়ার ভেতর যা রাখার নয় ,
তাকেই স্থান দেই
এরপর ভেবে নেই এই তো আমার সব---
আদতে বিশাল দূরত্ত্বের তৈরী করে আনন্দের সাথে আনন্দের
স্বপ্ন গড়ার যন্ত্রকে অচল করে দেয় ,
সু-ইচ্ছেগুলো হুমড়ি খেয়ে পড়ে ;
দিকভ্রম হয় ।

সুধা আমি সেই আবেগকে খন্ড-বিখন্ডিত করে বলছি ,
চলো , এসো আমরা সবাই ভালো থাকি ।

**ভালো থাকতে কেউ চাইলে কারুর সাধ্যি নেই তাকে ভালো থাকা থেকে দূরে সরিয়ে দেবার....। অনেক কিছু পড়া হয় বইয়ের পাতায় । আগে তো শুধু ল্যাপটপেই । কি যে ভালো লাগে বই হাতে নিয়ে পড়তে । যন্ত্র আমাদের যান্ত্রিক করে দিয়েছে । মানুষের আবেগ-স্বপ্ন-ইচ্ছে-আশাগুলোকে এই যন্ত্রের ভেতর রেখে বিশাল বিশাল স্বপ্ন দেখায় । বাস্তবে যা শূণ্য । বড়ো একাকী করে দেয় । চাকরী পেয়ে ভালো কি করেছি জানিনা , তবে বইয়ের একটা শেলফ কিনেছি , বই দিয়ে ভরার জন্যে নয় । মনের ভেতরের মনটাকে ভরানোর জন্যে ।

হ্যামিল্টন , কানাডা
২৩ আগষ্ট , ২০১৪ ইং ।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ