মনের একটু কাছে

মোস্তাফিজুর খাঁন ৯ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, ০৫:৪১:০৬অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

না দেখলাম কাছে থেকে, না দেখলাম ছুঁয়ে !!!
তবুও সে কিসের নেশায় রেখেছে মাতাল করে ?

হৃদয়ে নামে রক্তঝর্ণা তার কথা ভাবিলে ।
সে যে অন্য কারো !!!
কেমনে বাঁধিব তারে, কোন বাহুডোরে ?

রাতে নাই ঘুম আমার ভাবিয়া তারে,
ক্ষুধাত্ব মনের অনল জ্বালা সে'ই নিভাতে পারে ।

অনেক ভেবে বলেছিলাম, বন্ধু হয়ে থাকবো পাশে ।
তবুও মনে রেখো,
নাহয় মনের আশে-পাশে ।

ভাসাইও আমারে ছলনার সাগরে,
ডুবাইও প্রেমের জলে ।
তোমায় নিয়ে কল্পনা জগৎ গড়বো মেঘের সাগরে ।
তবুও মনে রেখো ,
নাহয় মনের একটু কাছে ।

 

 

ছবি : ফেসবুক থেকে নেওয়া ।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ