কাব্যের রং

মোস্তাফিজুর খাঁন ২৮ আগস্ট ২০১৯, বুধবার, ১২:৫৪:১৯অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

যদি তুমি চোখের পাতায় রং মেখে দাঁড়িয়ে থাকো শেষ প্রান্তরে,
পাড়ি দিবো সাত সমুদ্র আমি প্রথম প্রহরে ।

যেখানে নেই কোনো হারানোর ভয়,
সেখানে কেনো থাকবে অমৃত সংশয় ?

তুমি সেই কাব্যের রং মেখেছ চাঁদের পাড়ে,
শতজনের দৃষ্টি থাকে সেদিকে, সংশয় যেন মন না কাড়ে ।

দক্ষিণা হাওয়ায় উড়বে তোমার চুল,
আমাকে আটকে রেখো, যেন না করি কোন ভুল ।

পালে সেই খোলা হাওয়া লাগিয়ে যাবো আমি কাব্যের ধারে,
নয়তো চাঁদের পাড়ে,
চুপ করে থেকো তুমি, দেখো নয়ন ভরে ।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ