মধুর ডাক

হালিমা আক্তার ২ এপ্রিল ২০২১, শুক্রবার, ১১:৩৮:০২অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

ছুটি চাইতে এসে শিক্ষার্থী বললো --আপা কাল আন্টির বাসায় বেড়াতে যাবো , ছুটি লাগবে | জিজ্ঞাসা করলাম , কী রকম আন্টি ? শিক্ষার্থীর উত্তর -আপন আন্টি | বুঝলাম আপন আন্টি , কিন্তু সে তোমার কী হয় ? খালা , ফুফু , চাচী , মামী | আবার উত্তর , আমার আন্টি হয় | বিস্তারিত কথা বলে বুঝতে পারলাম , খালার বাসায় যাবে |এতো সাম্প্রতিক ঘটনা |

অনেক বছর আগের কথা | তখন টিউশনি করতাম | একদিন নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী দুঃখ করে বলতেছে , ওর কোন খালা নাই |অবাক হয়ে জিজ্ঞাসা করলাম  - তোমার আম্মুরা কয় বোন ? উত্তর দিলো , তিন বোন | আম্মুর বড় বোন হচ্ছে - বড় আম্মু আর ছোট বোন হচ্ছে আন্টি |যখন তাকে বললাম , মায়ের বোনকে খালা বলে |

শিক্ষার্থীর উত্তর , আমি জানতাম না আন্টি | মনে হলো , এতো আমারই ব্যার্থতা | আমাদের এই ব্যার্থতার আড়ালে হারিয়ে যাচ্ছে সুমধুর ডাক গুলো | ছোট বেলা থেকে শিখে এসেছি  - কাকা /চাচা , মামা , খালা , ফুফু | এখন কোথায় সেই সুমধুর ডাক গুলো | কতনা মধুর ছিল সেই ডাক | রক্তের সম্পর্কের বাইরে আত্মীয়তার ডাক ছিল | ছেলে বা মেয়ের শ্বশুর বাড়ির আত্মীয়কে বেয়াই - বিয়াইন , পুত্ররা - ঝিয়ারী | অঞ্চল ভেদে ভিন্ন হতে পারে  আঙ্কেল -আন্টির ভিড়ে হারিয়ে যাচ্ছে সুন্দর সম্পর্কের ডাক | কমন ডাক - আঙ্কেল আন্টি কী গ্রাস করে নিবে মামা - চাচা কে | এভাবে কি হারিয়ে যাবে সম্পর্কের বাঁধনে বাঁধা সুমধুর ডাক গুলো |

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ