অনুভূতিহীন

ফজলে রাব্বী সোয়েব ২৪ আগস্ট ২০২০, সোমবার, ০৭:৫৭:৫০পূর্বাহ্ন কবিতা ১৭ মন্তব্য

কেন জানি এখন আর ভয় পাই না!

কারণটা অজানা, তবে তোমরা

চেস্টা করে দেখতে পার,

আমায় একটু ভয় দেখাতে।

 

কেন জানি হিংসা করতে ইচ্ছে হয় না!

এটা অবশ্য আগে থেকেই আমার মাঝে নেই।

তোমরা চেস্টা করে দেখত পার,

আমার মাঝে একটু হিংসার জন্ম হয় কিনা।

 

কেন জানি ঘৃণা করতে ইচ্ছা করে না,

চেস্টা করেছি অনেক, কিন্তু পারি নি।

তোমরা একটু চেস্টা করতে পার,

আমার মাঝে ঘৃণার জন্ম হয় কিনা।

 

কেন জানি কাঁদতে ইচ্ছে করে না,

কস্টগুলোকে খুব ভেতরে ঢুকিয়েছি,

লাভ হয় নি তারপরও!

তোমরা চেস্টা করে দেখতে পার,

আমায় একটু কাঁদাতে পার কিনা।

 

কেন জানি প্রাণ খুলে হাসতে ইচ্ছে করে না!

হাস্যরস সব মিলিয়ে গিয়েছে কোথায় যেন!

তোমরা একটু চেস্টা করতে পার,

কিছু সময়ের জন্য আমায় হাসাতে পার কিনা।

 

কেন জানি ভালোবাসতে ইচ্ছে হয় না!

হৃদয়টা বোধ হয় পাষাণ হয়ে গিয়েছে।

তোমরা একটু চেস্টা করতে পার,

ভালোবাসাটা জাগিয়ে ওঠানো যায় কিনা!

 

কেন জানি মানুষটাই হতে পারলাম না,

এই চেস্টা টা অবশ্য করতে যেও না

আমাকে মানুষ করার!

মানুষটা হতে গেলে নিজেই হতে হয়,

চেস্টাটা অবশ্যই অন্য  কারো নয়।

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ