ভ্রান্ত জীবন

সিকদার সাদ রহমান ৬ জুলাই ২০১৯, শনিবার, ১১:১৫:৩৯অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

 

সময় যুদ্ধে সময়ের কাছে পরাধীন
ভেবে ভেবেই সময় পার
শৈশব থেকে কৈশোর গেল
যৌবন কি থাকবে চিরকাল?
এভাবেই চলে আসবে একদিন
বয়স্ক ভাতা আর বৃদ্ধাশ্রম।
হাতের মুঠোয় বেতের লাঠি।
তিন পায়ে ভর দিয়ে যুদ্ধ হবে
কোন মতে দাঁড়ানোর।

বিশ্বযুদ্ধ জয় করে ঘরে ফেরা সৈন্যের
আবার যুদ্ধ্যে লিপ্ত হতে হয় আমরন।
প্রেয়সীকে কাছে পাবার স্বপ্ন
সন্তান কোলে নেবার সুখ
কোন কিছুই তাকে আর টানে না।

সব মায়া মোহ ত্যাগ করে
শুধুমাত্র বাঁচার ইচ্ছায়
ভ্রান্ত জীবনের শেষ যুদ্ধে
মন নিয়ে মাঠ থেকে করে পলায়ন।
নিথর দেহ হেরে যায়!
বয়স্ক ভাতা বন্ধ হয়ে যায়!
বৃদ্ধাশ্রমের বৃদ্ধরাও তাকে আর দেখতে পায় না

সময়ের লীলায়, ঐ একই বিছানায়
অন্য কেউ ঘুমায়,
আবারো চলে এপারে হেরে ওপার জয়ের যাত্রা
শুভ কিংবা অশুভ সূচনায়।

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ