ভোট নিয়ে কিছু বলতে ইচ্ছে হচ্ছিল না , তারপর ও বললাম
🙁  🙂
কেউ কি বলতে পারেন এই দেশে কবে অবাধ নির্বাচন হয়েছে , ?? যে জিতে যায় তার বক্তব্য হয় , সব কিছু ঠিক, জনগনের রায় আমার পক্ষে ছিল আর যে হেরে যায় , তার আর বলার অন্ত থাকে না , আসুন এবার দেখি বাংলাদেশের নির্বাচনের হালচাল ভিত্তিক কিছু ফাঁকা আওয়াজ ঃ-
** ১৯৭০ জয় লাভ করে বাংলাদেশ আওয়ামীলীগ / বিরোধীদের বয়কয়ট, ক্ষমতা হস্তান্তর করতে অপারগতা প্রকাশ , স্বাধীন বাংলাদেশ এর জন্ম ।

** স্বাধীনতা পরবর্তি ১ম সংসদ নির্বাচন জয়ী বাংলাদেশ আওয়ামীলীগ / বাম দল গুলোর বয়কট + জেলা ভিত্তিক আন্দোলন শুরু , লাল বাহিনী , চরমপন্থি দের আবির্ভাব ।

** স্বাধীনতা পরবর্তি ২য় সংসদ জয়ী বি এন পি / বিরোধী দল গুলোর ভোট বর্জন ।

** স্বাধীনতা পরবর্তি ৩য় সংসদ জয়ী জাতীয় পার্টি / বিপুল কারচুপির অভিযোগ ।

** স্বাধীনতা পরবর্তি ৪র্থ সংসদ জয়ী জাতীয় পার্টি / বিপুল কারচুপির অভিযোগ । এরশাদের পতন ।

** স্বাধীনতা পরবর্তি ৫ম সংসদ জয়ী বি এন পি/ টাকার বিনিময় ও বিপুল কারচুপির অভিযোগ , তত্ত্বাবধায়ক আন্দোলনের যাত্রা ,

** স্বাধীনতা পরবর্তি ৬ষ্ঠ সংসদ জয়ী বি এন পি/আওয়ামীলীগ সহ বাকি দল গুলোর নির্বাচন বয়কট , টাকার বিনিময় ও বিপুল কারচুপির অভিযোগ , তত্ত্বাবধায়ক আন্দোলনের যাত্রা , ও বাস্তবায়ন ।

** স্বাধীনতা পরবর্তি ৭ম সংসদ নির্বাচন জয়ী বাংলাদেশ আওয়ামীলীগ/ বিরোধী দল গুলোর বিপুল কারচুপির অভিযোগ ।

** স্বাধীনতা পরবর্তি ৮ম সংসদ জয়ী বি এন পি/ বাংলাদেশ আওয়ামীলিগ জনগনের ভোটে বেশি ভোট পেয়েও আসন সংখ্যায় মাত্র ৬৩ আসন পায় , এবং নীল নকশার নির্বাচন বলে আখ্যায়িত করে ।

** স্বাধীনতা পরবর্তি ৯ ম সংসদ নির্বাচন জয়ী বাংলাদেশ আওয়ামীলীগ/ বি এন পি সহ বিরোধি দল গুলো এই নির্বাচন কে পাতানো বলে অভিযোগ করে ।

** স্বাধীনতা পরবর্তি ১০ ম সংসদ নির্বাচন জয়ী বাংলাদেশ আওয়ামীলীগ/১৫৩ আসনে নির্বাচন নাহয়ে ও আওয়ামীলীগ পাশ , বেশির ভাগ বিরোধী দলের নির্বাচন বয়কট , এবং পাতানো বলে আন্দোলন চালায় , অনেক মানুষ নিহত হয় ।

** আর স্বাধীনতা পরবর্তি সময়ে যত উপনির্বাচন হয়েছে , পরাজীত প্রার্থি নিশ্চিত ভাবে কারচুপির অভিযোগ এনেছে ।

১. এবার আপনারাই বলুন এই দেশে আদো ও কি সবার মন জয় করা নির্বাচন করা সম্ভব ??
২. নির্বাচন পরবর্তি ফলাফল মেনে নেওয়ার মত মানসিক শক্তি আদোও কি আমাদের আছে ?
৩. আমরা সত্যি কি দেশ কে ভালো বেশে রাজনীতি করি ? নাকি চেয়েরের জন্য করি ?
৪. আমরা কি সত্যি জনগনের মতামত কে সম্মান জানাই ?
৫. আগে আমরা মানসিক ভাবে অন্যের বিজয় কে গ্রহন করার ক্ষমতা অর্জন করি তারপর আদর্শ রাষ্ট্র সমূহের উদাহরন দেই , কোন দেশে কি হয়েছে বলে লাভ কি , আমরা কি সে দেশের জনগনের মত আচরন করি ?
৬. আমাদের নেতারা কি তাদের নেতাদের মত সব কিছু মানসিক ভাবে মেনে নেয় ?
৭. নাকি লেজুড় ভিত্তিক রাজনীতির বলির পাঠা আমরা সবাই আম জনতা ?

শাহ আজিজ
সমাজকর্ম বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
২৮-৪-২০১৫

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ