জন্মদিনের আসল নকল

শাহ আজিজ ৩১ ডিসেম্বর ২০১৪, বুধবার, ০৭:৪৯:৫৪অপরাহ্ন বিবিধ ২ মন্তব্য

আমাদের কাছে বছরের প্রথম দিন টি সব সময় অন্য রকমের হয়ে থাকে তা যে বর্ষ পঞ্জিকার ই হোক , বাংলা , আরবি বা ইংরেজি , তবে আমাদের অনেকের কাছেই ইংরেজি নব্বর্ষ এর প্রথম দিন যেমনি করে বর্ষ উদযাপনের দিন তেমনি জন্মদিন ও বটে !! তবে এই জন্মদিন সত্যিকারে জন্মদিন না বিশেষ করে যারা পড়াশুনা করে দুই একখান সার্টিফিকেট অর্জন করেছে তাদের অনেকের ই এই জন্মদিন আমাদের প্রতিষ্ঠানের কেরানী কর্তিক  লিখিত জানুয়ারি মাসের প্রথম দিন ই জন্মদিন , তাই আমরা বলে থাকি এই জন্মদিন কে সার্টিফিকেট এর জন্মদিন !!!! তাহলে আসল জন্মদিন গেলো কই ??? !! বেশির ভাগ ই আমাদের মহা পন্ডিত কেরানী সাহেবদের দাপটের কারনে হারিয়ে যায় ।

সাবেক তত্তাবদায়ক সরকারে প্রধান উপদেষ্ঠা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের জন্ম তারিখ দুই খান একখান হচ্ছে ৩ ডিসেম্বর ১৯২৮ অরজিনাল আর  শিক্ষা সনদ অনুযায়ী ১ মে ১৯৩০ । অবাক লাগে বেশির ভাগ শিক্ষিতদের জন্ম সনদ অনুযায়ী জন্ম তারিখ যে কোন মাসের ১ তারিখ থেকে ৫ তারিখ এর মধ্যে আর না হয় ২৮ তারিখ থেকে ৩১ তারিখ এর মধ্যে !!  আমার ও জন্ম তারিখ দুইখান একখান শিক্ষা সনদ অনুযায়ী ১ জানুয়ারি আর অন্যখান বার্থ কার্ড অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি । তাই আগামীকাল কে যাদের জন্মদিন সবাই কে জানাই গণহারে জন্মদিনের শুভেচ্ছা । শুভজন্মদিন ।

0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ