পূর্ব প্রকাশের পর :

এরা ছিলেন নুহ আ. এর জাতির সেই লোক যাদের তারা ইবাদত করত। এরা এতো প্রসিদ্ধি লাভ করেছিলেন যে, আরবেও তাদের পূজা শুরু হয়েছিল। তাই অদ্দ ‘দূমাতুল জান্দল’ এর ‘কালব’ গোত্রের, সুয়া সমুদ্র ‍উপকূলবর্তী গোত্র ‘হুযায়েল’ এর, ইয়াগুছ ইয়ামেনের সাবার সন্নিকটে ‘জুরুফ’ নামক স্থানের ‘মুরাদ’ এবং ‘বানী গুতায়েফ’ গোত্রের, ইয়াউক হামদান গোত্রের এবং নাসর হিময়্যার জাতির ‘জুল কিলাআ’ গোত্রের উপাস্য ছিলেন। এই পাঁচটি হলো নুহ আ. এর জাতির নেক লোকদের নাম। যখন এরা মৃত্যুবরণ করলেন তখন শয়তান তাদের ভক্তদেরকে কুমন্ত্রনা দিল যে, তোমারা এদের প্রতিমা বানিয়ে নিজেদের ঘরে ও দোকানে স্থাপন কর। যাতে তারা তোমাদের স্মরণে সর্বদা থাকেন এবং তাদেরকে খেয়ালে রেখে তোমরাও তাদের মতো নেক কাজ করতে পার। প্রতিমা বানিয়ে যারা রেখেছিল তারা যখন মৃত্যু বরণ করেছিল, তখন শয়তান তাদের বংশধরদেরকে এই বলে শিরকে পতিত করল যে, তোমাদের পূর্বপুরুষরা তো এদের পূঁজা করতো যাদের প্রতিমা তোমাদের বাড়ীতে বাড়ীতে স্থাপিত হয়েছে। ফলে তারা এদের পূজা করতে আরম্ভ করে দিল। (বুখারী সূরা নুহের তাফসির পরিচ্ছদ) [তাফসির আহসানুল বয়ান- 1023 নং পৃষ্ঠার 214 নং টীকা ] [ একই বর্ণনা রয়েছে তাফসিরে তাইসিরুল কুরআনের ব্যাখ্যায়ও, তাফসিরে জালালাইন সপ্তম খন্ড 119 পৃষ্ঠা, তাফসিরে মাজহারি 12 তম খন্ডের 127 তম পৃষ্ঠায় মুর্তিপূজার প্রারম্ভ বা সূচনা এভাবেই বর্ণিত আছে ] (চলবে)

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ