ভালো স্কুল ভালো কলেজ

রাফি আরাফাত ২৯ মে ২০১৯, বুধবার, ০৭:৩০:৪৭অপরাহ্ন অন্যান্য ১২ মন্তব্য

ভালো স্কুলের ভালো ছাত্রদের বেছে নিয়ে ভালো ফলাফল করে ভালো কলেজ হিসেবে প্রতিষ্ঠা লাভ করলে তাকে ভালো কলেজ বলা যাবে না। যদি খারাপ স্কুলের খারাপ ছাত্রদের বেছে নিয়ে ভালো ফলাফল করে ভালো কলেজ হিসেবে প্রতিষ্ঠা লাভ করা যায় তবেই তাকে ভালো কলেজ বলা যাবে। আজকাল এই ধরনের কথা কেন জানি একটু বেশি চোখে পরছে। কিন্তু ভুলে যাবেন না, ২০ জন ভালো ছাত্র থেকে একজন ভালো ছাত্রকে খুজে বের করা সহজ কোন কাজ না। ২০ জন ভালো ছাত্র থেকে ১ জনকে খুজে নিয়ে মানুষের মতো মানুষ গড়ে তুলা সহজ কোন কাজ নয়। ভালো ছাত্রদের নিয়ে তারা ঢোল বাজায় না। ভালো ছাত্রদের মানুষ করে তারা দেশের কাজে লাগাচ্ছে। তারা দেশকে সারা পৃথিবীর কাছে তুলে ধরছে। আমরা আমাদের দেশের উন্নতির খবর টিভিতে দেখতে সবাই ভালবাসি, কিন্তু খবরটা আপনাদের সামনে নিয়ে আসতে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তাদের দেখতে আমরা সবাই নারাজ। ভালো খারাপ পার্থক্য না করে নিজ নিজ জায়গায় থেকে সবাইকে নিজের সর্বোচ্চ দিয়ে ভালো করার চেষ্টা করা উচিৎ। আর ভালো ছাত্রদের নিয়ে, ভালো ফলাফল করে, দেশের উন্নতি করা যদি দোষ হয়, তাহলে ঠিক আছে শুনে নিন, পানি ক্রেতা বলবে, ১ কেজি পানি দেন।

*ভালো বা খারাপ ছাত্র কেউ না, নিজ নিজ জায়গায় সবাই ভালো ছাত্র হতে চায়। আর নিজের কল্পনায় সবাই ভালো ছাত্র।*

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ