ভাইরাস অথবা ভালবাসা

সাবিনা ইয়াসমিন ১২ মার্চ ২০২০, বৃহস্পতিবার, ০৫:৩৯:৪২অপরাহ্ন কবিতা ৩৪ মন্তব্য

ক্লিনার সফটওয়্যার খুঁজে নিতেই,
মস্তিষ্ক থেকে আনইন্সটল হয়ে গেছে প্রেম এ্যাপ্স!
প্লে স্টোরের ডাউনলোড লাইব্রেরী, ফাঁকা!

রিকোভারী রিকোয়েস্ট পেয়েও মেমোরি গুলো রিকোভার হচ্ছে না, ঘুরেফিরে
কিছু ছবি
কিছু স্মৃতি
কিছু ক্ষণ
এক চিলতে আলোয় জমানো
অন্ধ-ভুলের সন্ধিক্ষণ..

ডিভাইস ভরেছে ভালোবাসা ভাইরাসে,
একাউন্ট সিস্টেমের গোলমালে
ড্যামেজ ছিলো সার্ভিস অপশন,
সময়মতো সিগনাল এলো না!
যোগ্য-অ-যোগ্যতা নির্ণয়ে
রিজেক্ট হলো অ্যাক্টিভ চার্জার..

বিগড়ে যাওয়া যন্ত্রটার গ্যালারি বক্সে
আমি মানুষের দেখা পেলাম,

ইশ্বর মানব
স্বপ্ন মানব
ক্ষমাসুন্দর মানব
কাঙ্ক্ষিত মানব
নিষিদ্ধ মানব..

ক্লিক করেছি একের পর এক অনুর্বর কৌতূহলে,
দৃশ্যমান অদৃষ্ট দেখালো,
রিফ্রেশ ধৃষ্টতার ভর্ৎসনা-ক্লান্তি!

আমি চাইতে ভুলেছি,
অভিমান-অভিযোগ তুলেছি
শপথের ভুলে শর্ত ভেঙেছি;
আগল খুলেছি মরচে পড়া দরজার
বেঁধেছি আবেগ পাঁজরের শেকলে,
মুক্ত করেছি দীর্ঘশ্বাস, প্রতি- প্রশ্বাসের আড়ালে,

অতঃপর....আমি অভিযোগ হীন হলাম।

★ ছবি-নেট থেকে

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ