PicsArt_1425837539772-150x150সোনেলার সূখী পরিবারে
মনে রাখবে কি আমায়
সোনেলার খড়সা খাতায়
আবোল তাবল লিখে যাই

শিশুরা যেমনি করে হয় বড়
পিতা-মাতার
অনু আদর-শাসনে
তুমি তেমনি করলে ঋণী
ভালবাসায় মায়ার বন্ধনে।

ছিলেম যখন একা একা
মনের গহীনে লুকানো চাপা কথা
চাপা চাপা সুখ-ব্যাথা
খড়সায় ঝেড়ে ফেলে,
বলি
আমি কবি,
আমার চেয়ে বড় আর আছে কেডা।

সোনেলায় আছেন যত গুরু জন
জিসান-হেলাল ভাইয়া
বলব বরাবর
গল্পে গদ্য-কবিতায়
ঈর্ষনীয় স্বাক্ষর।

নীতেশঁ দা যেন হঠাৎ অরণ্য হতে
উকিঁ-ঝাপ মারেন
সোনেলায়,
কথার উম্মুক্ত সাগরে।

শুণ্যের হৃদয় ভান্ডারে ভালবাসার
নেই কমতি,
ভোরের সাথে যেন তাহার বসতি।

লীলাবতীর কাখে,
সোনেলার কলসী হেলে ধূলে চলে
কখনো প্রতিবাদে কখনো পরম মমতায়
সাথীদের মাথায় হিম শীতল জল ঢালে।

ব্লগার সজীবের নেই জুড়ি ভার
সীমান্ত উম্মাদনায় লিখুনিতে
স্বদেশ কাপায়
গোপাল ভারের কপাল লিখে
সোনেলায় হাসি বিলিয়ে বেড়ায়।

নীলাখি নীলাঞ্জনা নীলা
স্মৃতির সাগর সাতরিয়ে
নানা-নাতীর রসিকতায়
সোনেলায় নীলাকাশেঁর এক
গুচ্ছ গুচ্ছ লিখুনির গ্রামে,
আমরা ব্লগ বাসীতে
বাস্তব,
অভিজ্ঞ লিখুনির মধুর চাক
লিখে যায়।
IMG_7670-640x480চমকে দেবার মতো সোনেলার
সোনার মানুষ
সোনেলার সে প্রিয় মূখ
শিপুদাকে জানাই সালাম।

সোনেলার রংয়ে
হলি খেলে
নতুনদের স্বাগতম
অরুনি মায়া
অথবা
অরুণিমা
সর্বোচ্ছ শ্রেষ্ট্রত্বের মনের খোরাক
বন্ধুত্বের বহিঃপ্রকাশ ।

নুসরাত মৌরিন
ফিরে এসেছেন সোনেলার জমিনে
সুঃখ দুঃখের অরণ্য সোনালীর জল
সিড়িটির ধারে।

ব্যাংকের অংক রপ্ত সঞ্চয় দা
নিরাশাকে আশা জাগিয়ে
সোনেলার জমিতে
প্রোজেক্টের স্বপ্ন বুনেণ।

ভূমিহীন জমিদারীরা
সোনেলায়,
সোনেলা আভায়
আই ডি স্বাক্ষী হয়ে যায় যায়,
বন্দনার লিখুনি
সোনেলার হৃদয়ে
জ্ঞান রৌদ্রের ঢেউ খেলে বেড়ায়।

ঘণ অন্ধকার অরণ্যে
মরুভূমির জলদস্যু
সোনেলার রোদ ছায়ায়
ভ্রমন পিপাসুদের ক্ষুধা নিভায়।

তাজেরঁ   সেঞ্চুরী
ঝল ঝল করে সোনালী রোদেরঁ
উজ্জলতার স্বাক্ষর রেখে যেতে চায়।

রাশির চক্রে মিথুন
"ভাইয়া/আপার"
খসড়ায়
সোনালানী দিনের
স্মৃতি
মনে ঘূরে বেড়ায়।

মনের গভীরে লোকায়িত স্বপ্ন
অজানাতে রয়
10352769_1515098225384837_3306704570325135802_nস্বপ্নের নীলাকাশে স্বর্গের মেঘপরী
সোনেলার পৃথিবীতে,
সোনালী আভা ছড়িয়ে অকালে
ফিরে যায় স্বর্গেই,
এক
চির সত্য,চির স্থায়ী পর জনমে।

যেতে নাহি দিতে হয়
তবুওতো যেতে হয়
হয়তো আবারো আসিবে ফিরে
কোন এক নতুন নামটি ধরে।

পার্থিব দিন-রাত্রীতে
শুভ্র-নীলে
জীবনের ভেলা ভেসে বেড়ায়,
উঠতি জীবনটি ভাবনাহীন
বড়ই মধুর,
জীবন বন্ধনে সম্মূখ বাস্তবতা
মজিবর,
তানজিন খানকে
হাসায়-কাদায়।

IMG_5256-3-সূখী হউক সকল বন্ধুর বন্ধন
খেয়ালে নয় খেয়ালী মেয়ে
বাস্তবতার নিরিখে দেখো পরী
সমযোতায় সহযোগিতায়
কতটা হয় সমাধান।

মানুষ হইলেই হয় না মানুষ
মানুষের ভিতরেই
বসবাস যে অমানুষ,
কোটিপতি হলেই
কেউ হয় না দান বীর
ইমনের মতো মন হলে
সমাজ  সেবায়
কিছুই যে লাগেনা আর।

পারভীন সূলতানার বাস্তবতা
আছে জানা জীবন সংগ্রামের
নানান কথা,
অনিকেত নন্দিনী তবুও
সুখ সুখ বলে খোজেঁ ফিরে
বার বার।

প্রজন্ম  '৭১ চেতনায়
দৃঢ় বিশ্বাস ফাতেমা জোহরা
কিংবা রুবাইয়া
এক দিন হবে,হবেই শেষ
রাজাকারদের ক্ষমতা।

 বিদেশ বিভূয়ে রিমি রোন্মানরা
দেশের অর্থের
চাকা শক্ত করে যায়,
স্মৃতিতে নেই ইউরো রাজপ্রসাদ
গ্রাম বাংল সরল রেখাগুলো
বার বার,
সহজ সরল গ্রামের
প্রতিচ্ছবিকেই দেখায়।

প্রথম ব্লগারদের গদ্য-পদ্য
"অনেকের নামে অনেক ভাল মন্দ সমালোচনা করা হয়েছে ,আশা করি সোনেলার এক সূখী পরিবারের সদস্য হিসাবে বন্ধু সূলভ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ