ব্যাথাভরা একদিন

খাদিজাতুল কুবরা ৬ জুলাই ২০২২, বুধবার, ০৯:২৯:৫৮অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

আজ বুকটায় বড় যন্ত্রণা!
এই মাত্র পেলাম বহুল কাঙ্খিত একটি সফল বেদনা,
বাম স্কন্ধে সুখের মত রিনরিনে ব্যাথার আনাগোনা!
এ ব্যাথা হৃদযন্ত্র টের পায়না,
টের পায়না মনের গোপন আয়না!
তোমার আধেক ব্যাথা শুষে নেয় নিকোটিন,
আধেক নেয় আকাশের নীল।
আমি যে বন্দিনী!
কুৎসা জুগুপ্সার ভয়ে সূর্য দেখা হয়নি কোনদিন।
আমার ব্যাথার কথা বলা বারণ,
হৃদয়টাই বারংবার শুষে হয় নীল!
সেই একমাত্র ব্লটিং।
ভালো থেকো হে সভ্য পৃথিবী,
ভালো থেকো সুশীল!
ভালো থেকো প্রিয় প্রজাপতি তুমি ও।
ঢেকে রাখা ঘাসের মতন, বিবর্ণতা আমার মূল রঙ!
আমি আজ রাজাধিরাজ ব্যাথার রাজ্যপাটে!
ব্যাথাগুলো সাজানো প্রাসাদে!
শুনেছি যন্ত্রণার রঙ নাকি নীল!
নীল শাড়ির নিপাট ভাজে কি যন্ত্রণা লুকানো থাকবে?
আলমারি খুললেই হুড়মুড়িয়ে গায়ে পড়বে?
নেপথলিনের সাথে মিশে থেকে নাকে সুড়সুড়ি দেবে?
বড় শখ করে কিনেছিলাম তোমার প্রিয় রঙ!
সাথে রুপোর গয়না, গয়না এখন শিকল।

বুঝলে অনিমেষ,
ভালোবাসা এমনই সর্বনাশ!
প্রমত্ত পদ্মার চেয়ে ও ভয়াল তার গ্রাস!

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ