বৈশাখ

ইঞ্জা ৩১ মার্চ ২০১৭, শুক্রবার, ০৩:৪৯:৩২অপরাহ্ন একান্ত অনুভূতি, বিবিধ ১৬ মন্তব্য

জীবনটা কেমন যেন থেমে আছে
মানুষ গুলো যেন ওষ্ঠে গাম লাগিয়েছে
চাইছে যেন কেউ মনের কথা বুঝতে না পারে
সবার চলায় যান্ত্রিকতা, শুধু অবাধ্য মন
গাছেরা মৌনব্রত ধারণ করেছে
কোথাও কোন বাতাস নেই
পথিক ঘেমে নেয়ে একাকার
আকাশে জ্বলজ্বলে সূর্য গরম আগুন ছাড়ছে
হাসফাস করছে প্রতিটি জীবন
একটু খানি ছায়ার জন্য
গরগর শব্দে আখের রস টানছে পথিককে
ভনভন করা মাছিদেরও তর সইছেনা
উরে বসছে রসালো রসে
বিরক্তভরা চোখে আখওয়ালা মাছি দৌড়াচ্ছে
গাছে বসা কাক হয়তো বুঝতে পারছে
আসছে, আসছে, কাল বৈশাখি ঝড় আসছে
সাথে নিয়ে অনেক কোলাহল সোঁ সোঁ শব্দে
আসবে সে, ভেজাবে জনপদ
ভিজবে মাটি, সিক্ত হবে পথিক
ভিজবে শরীর, লোনা ঘাম গুলো লুটিয়ে পড়বে
গড়িয়ে চলে যাবে ঐ মাটিতে
আবার হেসে উঠবে বসুন্ধরা।।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ