বৈরাগ্য থাকুক আমাতে!

রোকসানা খন্দকার রুকু ২৯ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ০১:২৪:২৩অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

বললে তুমি, বলেই ফেললে-

আমাতে নাকি বৈরাগ্য করেছে ভর,

সেবাদাসী ঠিকঠাক সেবা দিচ্ছিনা।

বলবে কি? কমতি কিসে?

সকালে, দুপুরে, রাতে, আইটেমে, আহ্লাদে, শয্যায়?

নাকি আমার ভালোথাকা? সে তোমার বড্ড অসহ্য।

সবকিছুর পর আমি আর আমার বৈরাগ্য থাকি যদি পাশাপাশি।

করি হাসাহাসি, মাখামাখি, খুনসুটি তাতে তো তোমার জ্বালা হবার কথা নয়?

মনুষ্য চোখে তাকাও আমার পানে!

আমি ক্ষয়ে গেছি, নিঃশেষ হয়েছি, তোমাদের দিতে দিতে !

আঁকড়ে আছি শেষটুকুতে, এটুকু নিয়ে বাঁচতে চাই তবে কটাক্ষ কেন?

একবার মধ্যরাতে পিপাসার্ত আমাকে।

পানি দাও আজলা ভরে, বলো ভয় কি আমি তো আছি!  ঘানিটানা গায়ের ঘাম শুকে বল তোমার আজ ছুটি!

আমার দুঃসময়ে সঙ্গী হও, দখীনা বাতাস হও, দোলনা হয়ে দোল দাও; হবে কি?

হবেনা জানি! কারন তুমি দিতে জানোনা।

জানো শুধু দুহাতে লুটেপুটে নিতে,এ পাওয়া নাকি তোমার অধিকারের, পরম্পরার,পৌরুষত্বের।

আমি ঘেন্না করি এসব  তোমাদের; তাই থাকতে চাই আমার বৈরাগ্যে, আমার আমিতে।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ