বেল কাঠ

বায়রনিক শুভ্র ৯ এপ্রিল ২০১৭, রবিবার, ১২:০৭:৫২পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

দক্ষ রাধুনির মত বলেছিলে
“ছুয়ে দেখো,কিচ্ছুটি হবেনা-
কুসুম গরমে তুমি উষ্ণ হবে”
“লাল নীল প্রজাপতির মত
তুমিও রঙ্গিন হবে,উড়তে শিখবে”

ক্ষত ভুলে উপশমের আশায়
আমি ছুয়ে দেখেছিলাম তোমায়
সেই থেকেই আমি জ্বলছি
পুড়ে সোনা খাটি হয় জানি
প্রিয়তমা আমি যে মানুষ
বর্ণান্ধ হিন্দুর মত প্লিজ
আমাকে ছাই হয়ে উড়তে দিও না ।।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ