বেলা অবেলার গল্প

কামরুল ইসলাম ১৯ মার্চ ২০২২, শনিবার, ০২:৩৫:০৯অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

 

পিছু ফেরের টান নেই

পুরনো সেই গান নেই

ছুটে চলা অবিরাম

ক্লান্তির গোধুলীর আবেশে

বেলা হীন দিগন্তের শেষে

সময়ের নেই আর দাম ।

বুকের গহীনে ফুটে ফুল

প্রজাপতির আলপনা ডানায় দোল

সদাই স্বপ্ন জাগায় মনে

বেলা অবেলার হাজারো গল্পে

বসন্ত ফুরায় অল্পে অল্পে

কাল বৈশাখীর আহ্ববানে  ।

স্মৃতি হয়ে বুকে থাকে

জীবনের এই প্রতি বাঁকে

মধুময় বেদনা যতসব

ফুল ফুটে, ফুল ঝরে

ভ্রমর যায়,  প্রজাপতি উড়ে

আগামী জুড়ে নতুন উৎসব ।

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

রচনা কাল ঃ ১৯/০৩/২০২২

ঢাকা

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ