বেলাশেষের প্রাণেশ্বর

খাদিজাতুল কুবরা ৮ জানুয়ারি ২০২২, শনিবার, ০৪:০৭:৩৯অপরাহ্ন কবিতা ৫ মন্তব্য

তোমার ঠোঁটে শ্যামের বাঁশি,

আমার ব্যাথার অনুপ্রাস!

কেমন করে বাজবে বলো,

মায়াবী পয়ার কিংবা প্রেমের কৃত্তিবাস?

যদি সুলক্ষণা শঙ্খ বাজাত সুশীল,

পৃথিবীর হাতে থাকত ফুল চন্দনী অভিনন্দন!

তুমি আমি আমরা হতে পারতাম।

একদিন বিচ্ছেদ হবে এ সম্ভাবনাকে হেসে উড়িয়ে দিতাম।

চৌম্বকীয় আকর্ষণকে উপেক্ষা না করে স্ট্যাচুর নিরবতা ভেঙে গুড়িয়ে দিতাম।

করোটিতে মানুষের পায়ের আওয়াজ নিয়ে আমি তোমার হতে পারিনা সোনা!

ফিরে যাও এমুখো আর হয়োনা।

এটা একটা অভিশপ্ত দ্বীপ,

এখানে অনেক ভালোবাসা আছে, কিন্তু ভালো বাসা নেই।

তোমার উচ্চারিত আদর খুঁজে পেয়েছে আপনঘর!

অনুক্ত শিহরণ জানেন কেবল ঈশ্বর!

ফিরে যাও প্রেমের পূজারী প্রাণেশ্বর।

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ