বৃষ্টি

সিকদার সাদ রহমান ১৭ জুন ২০১৯, সোমবার, ০২:০৩:৩৯পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য

কেমন রয়েছো আজ?
কেমন রয়েছে শরীরের সেই ভাজ?
কেমনে নাচো বৃষ্টির তালে তালে,
কেমনে সাজো বৃষ্টির সেই সাজ?

কেমন করে বর্ষা দেখো চেয়ে
গড়িয়ে নামে তোমার শরীর বেয়ে,

কেমনে দেখ মেঘ গুর গুর করে,
অঝোর ধারায় বারি যখন ঝরে।

কেমনে আজো লতায় পেঁচিয়ে থাকো
কেমন করে লজ্জালু মুখ ঢাকো,

কেমন হলে শ্রাবন বেলায় ভার
ত্রস্তে ত্রস্তে ঘর ছেড়ে হও বার।

কেমনে পাও কর্দম কণার ঘ্রাণ
কস্তুরী তব হয়ে যায় সাধু ম্লান

বৃষ্টি তোমার কদম ফুলের মালা
এক রতি সুখ নিরবে নেভায় জ্বালা

বৃষ্টি তোমার নিরব গগনে নৃত্য
বৃষ্টি তোমার সুখের শেষকৃত্য।

 

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ