বৃত্ত

নাজমুল হোসেন নয়ন ২৩ জুন ২০২০, মঙ্গলবার, ১২:৫৩:৩৮অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য
  1. বৃত্ত
  2. রুটির ব্যাসার্ধেই ঢেকে যায়,
  3. বিপরীতে দাঁড়িয়ে থাকা বাবার মুখ
  4. ভূমির কেন্দ্রভাগে।
  5. পিঠ বেয়ে মাথায় চড়ে বসে
  6. মাশরুম চাষি,
  7. তত্ত্বের অক্টোপাস মোহনিদ্রায়
  8. হাটে অহমের বারান্দায়।
  9. টের পাই আদি কোষীয়র
  10. প্লেটে শেকড় গজিয়েছে আমার পা।
  11. জেগে উঠেছি জানালার ওপারে
  12. নিরেট অন্ধকারে।
  13. এগারো বছরে ঠিক কতটুকু বাড়লো তির্যক লাইন?
  14. ওযুর জল ধরতেই বিসর্জিত  কাঠামে
  15. ধরা পরে যাই
  16.  বহন করা ইতিহাসের দাঁতে।
  17. আমার ঠিক বিপরীতে বসে যিনি ভাত চাবাচ্ছেন,
  18. আমি খেউজাল ফেলে তার দাঁতে লেগে থাকা মাছেদের,
  19. তুলে আনতে চেয়েছি।
  20. গত  আড়াই বছর।
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ