বুদ্ধিদীপ্তি তোমার গ্রীবায়

নাজমুল হুদা ১৮ জুন ২০১৯, মঙ্গলবার, ০৭:৩৭:২৮অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

তাড়াহুড়ো লোভনীয়তায় তোমার জন্ম হয়নি;
হয় পুড়তে হয়, না'হয় কাউকে পুড়াতে হয়।

নীল বৃত্তে সেদিন ঘোর লাগানো মহাবিশ্ব
ব্যাসার্ধ ঘিরে আমরা-পরস্পর ভুল জ্যামিতির সংজ্ঞা ?

অথচ কোনোদিন আমার নীল নকশা
পূর্ব নির্ধারিত বৃষ্টির ছবি সঞ্চয় করে
কল্পিত বিন্দুতে তোমার কথোপাদ্য মুখস্থ করেনি।

ভুলে যাওয়া হঠাৎ-ওপাশ থেকেই আড়াআড়ি
একগুচ্ছ ডিজিট আছড়ে পড়ে এপাশে
উদ্দেশ্য প্রণোদিত সেই অবহেলার পর
ডিজিটগুলোই এখন অনিচ্ছুক কথা শুনে ওপাশে।

বীজগণিতের প্রমাণিত সমাধানের মতো আজো
বামপাশ ইকু্য়্যাল টু ডানপাশ
ডানপাশ ইকুয়্যাল টু বামপাশ
শুধু আমি- বুদ্ধিদীপ্তি তোমার গ্রীবায়
বারবার উদ্দেশ্য প্রমাণিত অবহেলিত সমাধান।

নেত্রকোনা, ময়মনসিংহ

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ