বুকেতে দাদীর ছবি (০১)

শামীনুল হক হীরা ২২ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ১০:১৬:২৪পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

নাতিঃ-
দাদাগো ও দাদা,একটু শোন মন দিয়া,
বয়স অনেক হইছে,এবার করাও বিয়া।

দাদাঃ-
সারা দেশে লকডাউন দেখসনা চাইয়া,
এই অবস্থায় তোরে কে দেবে মাইয়া।

নাতিঃ-
বিয়ার কথা কইলেই,তুমি দেখাও অজুহাত,
একটি বারও করনা,আমার বিয়ার পক্ষপাত।

দাদাঃ-
দেশে আইছে করোনা তুইতো আছিস রঙ্গে,
তোর এই ভাবটা দেখলে জ্বলন ধরে অঙ্গে।

নাতিঃ-
এইবার বিয়া না করাইলে চিরকুমার থাকব,
সারাজীবন এই বুকেতে,দাদীর ছবি আঁকব।

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ