দুঃখ বিলাস

খাদিজাতুল কুবরা ৪ জানুয়ারি ২০২১, সোমবার, ১২:০৩:০৯পূর্বাহ্ন কবিতা ২৩ মন্তব্য

একবার বোধ করি; খুব খরার কবলে পড়েছিলাম।

চৌচির বুকের জমিনটা কাঁদত, ক্ষুধার জ্বালায়!

হঠাৎ দুর্ভিক্ষে যতোটা না;তারচেয়ে বেশি ছিল, হাভাতের কাঙ্গালপনা।

একদিন,

বেরিয়ে পড়লাম; বিরান পথে নদীর ধার ঘেঁষে,

শুনেছি, নদীর কিনারা ধরে এগুলে,  উর্বর জনবসতি মিলবে,

ঠিক পেয়ে গেলাম।

আশ্চর্যের বিষয় হল ঐ গাঁয়ে একজনই মানুষ ছিল,

বেচারা সব শুনে, আমায় খুব যত্ন আত্তি করল, ভুলে গেলাম আমি আটকুঁড়ে রাণী!

পালিয়ে গিয়ে আত্মগোপন করতে পারি, চিরস্থায়ী নিবাস গড়তে পারিনা!

মানুষটি ও কিছুদিন পর আমার সংশ্রবে নিষ্প্রভ হয়ে পড়ল,

ভাবলাম তাকে একা থাকতে দেওয়া উচিৎ,

নিজের ঝোলা কাঁধে চেপে আবার বেরিয়ে পড়লাম পুরনো পথ চিনে চিনে,

কতোবার যে পিছু ফিরে দেখেছি, ইয়ত্তা নেই!

মানুষটার মায়ায় পা জড়িয়ে পড়ত,

মনে সাধ জাগত, আহা তার ও কি এমন মন কেমন করে?

মনে পড়ে আমায়? যদি সে ডাকে, আর আমি বেখেয়ালিপনায় শুনতে না পাই!

সজাগ দৃষ্টিতে কান খাড়া রাখতাম।

চেনা স্বরে কেউ ডাকেনি আর!

খরার রাজ্যে ফিরে এলাম, কিন্তু একেবারে খালি হাতে আসিনি,

পথে একটি জংলী ফুলের চারার প্রেমে পড়লাম!

শেকড় সমেত উঠিয়ে মুঠোপুরে নিয়ে এলাম।

এবার পড়লাম মহাসংকটে!

এখানেতো জলশূন্য  ধূলিমাটি আঙ্গিনা জুড়ে !

চারা গাছটি কোথায় পুঁতি?

জায়গা একটা পেলাম অবশেষে!

এ জনাকীর্ণ পৃথিবীর আড়ালে ও আমার একটা পৃথিবী আছে।

সেখানেই বেড়ে উঠছে এখন, আমার শেষ প্রেম জংলী ফুলের চারাটি।

মানুষটিকে ভুলতে পারলাম না,

তাকে ভেবে নাওয়া খাওয়া শিকেয় উঠত!

তার প্রতি অবসেসিভ হয়ে পড়লাম।

হ্যালুসিনেশনে ডুবে যেতাম।

মন হত সে আছে আমারই পাশে আমাকে ভালোবেসে!

হঠাৎ কথা বলা শুরু করবে, হেসে উঠবে!

মনে মনে কথা বলতাম তার সাথে।

সে বলত, ভালো থেকো।

তার কথামতই ভালো থাকতে শুরু করলাম।

অদ্ভুত ভাবে আবিষ্কার করলাম, আমার পৃথিবীতে তার পদধূলি কখনো পড়েনি!

পুরোটাই আমার অনুভূতির গোলকধাঁধা!

সে আছে, রক্তে মাংসে নয়, আমার দুর্বল অনুভবে।

স্মিত হেসে নিজেকে তিরস্কার করলাম, মানুষ এত বোকা হয়!

জংলী ফুলের সৌন্দর্যে উঠোনের খরা কেটেছে,

আশা করছি মৃতরাজ্য ও প্রাণ ফিরে পাবে।

অমানিশা শেষে বৃষ্টিস্নাত ভোরে নতুন সূর্যের সৌর্য্য

চুষে নেবে সূর্যমুখী!

আমি!

আমি তখন ও রইব বিলাসী দুঃখের দুঃখী!

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ